২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কোয়ার্টারে সাইফ ও সেনাবাহিনী

সেনাবাহিনী ১ : ১ মুক্তিযোদ্ধা, সাইফ স্পোর্টিং ১ : ১ মোহামেডান
-

‘সি’ গ্রুপ থেকে কোন দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে তা জানতে গতকাল শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রিবেইরা স্বাধীনতা কাপের শেষ আটে যেতে কাল সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে জয়ের দরকার মোহামেডানের। কিন্তু তারা ড্র করতে সক্ষম হয়। এই ম্যাচ ১-১ গোলে শেষ হওয়ার আগে বিকেলে ১-১ গোলে ড্র করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বাংলাদেশ সেনাবাহিনী। ফলে মোহামেডান ও সেনাবাহিনীর পয়েন্ট সমান ৪। কিন্তু আগের ম্যাচে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছিল সেনাবাহিনী। সেই হেড টু হেডে এগিয়ে থাকার সূত্রধরেই মৌসুম শুরুর এই আসরের কোয়ার্টার ফাইনালে চলে গেছে সেনাবাহিনী। সে সাথে সাইফ স্পোর্টিংও। আর বাদ মোহামেডান। সাইফের পয়েন্ট তিন ম্যাচে সাত। তারা হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। সেনাবাহিনী হয়েছে রানার্সআপ। ১০ ডিসেম্বর শেষ আটে সাইফের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ রানার্সআপ দল। আর সেনাবাহিনী খেলবে ‘এ’ গ্রুপ সেরার সাথে। আজ সন্ধ্যা পৌনে ৬টায় ‘এ’ গ্রুপের শেষ ম্যাচ ঢাকা আবাহনী ও রহমতগঞ্জের। এরপরই বুঝা যাবে কে যাবে শেষ আটে।
বিকেলে কমলাপুর স্টেডিয়ামে ৮ মিনিটে সেনাবাহিনীর জালে বল পাঠান মুক্তিযোদ্ধার ফুটবলার আবদুল আজম। ৮৮ মিনিটে সেনাবাহিনীকে মূল্যবান পয়েন্ট এনে দেন শামীমুল। ম্যাচে মাহাবুব লাল কার্ড পাওয়ায় ১০ জন নিয়ে খেলে সেনাবাহিনী। রাতের ম্যাচে ৪৫ মিনিটে সানডের গোলে লিড পায় সাইফ স্পোর্টিং। এরপর মোহামেডান ৯১ মিনিটে রাকিবের গোলে সমতা আনে। যা তাদের নক আউটে খেলার জন্য পর্যাপ্ত ছিল না। এই নিয়ে টানা তিন ম্যাচে শেষ সময়ে গোল খেল দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির কোচিংয়ে গড়া সাইফ স্পোর্টিং।


আরো সংবাদ



premium cement