২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

হামাগুড়ি দিয়েই চলছে বাংলাদেশের টেস্ট

-

টেস্ট ক্রিকেটে ২০ বছর পেরিয়ে গেলেও একই বৃত্তে আটকে আছে বাংলাদেশ। টার্নিং উইকেট বানিয়ে মাঝে মধ্যে সাফল্য পেলেও আদতে সাদা পোশাকে উন্নতি দূরের বাতিঘর! দুই দশক পেরিয়ে গেলেও নবাগতের তকমা সেঁটে আছে। যেমনটা ঘটেছে চট্টগ্রাাম টেস্টে! পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের হার মুমিনুলদের গায়ে ফের ব্যর্থতার চিহ্ন এঁকে দিয়েছে। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পয়েন্ট ছাড়াই যাত্রা শুরু হলো বাংলাদেশের।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মৌসুমেও মুমিনুলদের স্থান হয় তলানিতে। অর্জন ছিল মাত্র ২০ পয়েন্ট। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারতের। উপমহাদেশের দলগুলোর বিপক্ষে নিজেদের মূল শক্তি স্পিন আক্রমণ নিয়ে বিপদে পড়ার আশঙ্কাই বেশি। এর বাইরে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে ভিন্ন কন্ডিশনে। সবমিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে কঠিন সংগ্রামের মুখে পড়তে হবে বাংলাদেশকে।
খুব বেশি ম্যাচ জিততে না পারলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ বেশ কিছু ম্যাচ ড্র করেছিল। তাই পয়মন্ত ভেনুর তকমা পেয়েছে স্টেডিয়ামটি। সাগরিকার স্টেডিয়ামটি একসময় দুই হাত ভরে দিলেও, গত দুই বছরে এখানে কোনো টেস্ট জয় দূরের কথা, ড্রও করতে পারেনি। নবীন দল আফগানিস্তানের বিপক্ষেও বাংলাদেশ হেরেছে ২০১৯ সালে। চলতি বছর ফেব্রুয়ারিতে প্রায় নিশ্চিত জয়ের ম্যাচ উইন্ডিজরা জিতে যায় ৩ উইকেটে।
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেট হওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি কোনোভাবেই হারতে চায়নি মুমিনুল বাহিনী। পাকিস্তান নিজেদের সহজাত ক্রিকেট খেললেও বাংলাদেশ নিজেদের চেনা পরিবেশে তাদের ধারেকাছেও যেতে পারেনি। দুই ইনিংসেই টপ অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করানো যায়নি। প্রতি টেস্টেই বাংলাদেশের হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদের ব্যর্থতাই সামনে এসেছে।
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই টপ অর্ডার তামিম ইকবাল ও সাকিব আল হাসান ইনজুরি ও ফিটনেস জটিলতায় চট্টগ্রাম টেস্টে ছিলেন না। অন্য দিকে পেসার তাসকিন আহমেদও ছিটকে গেছেন। সাইফ-সাদমান-শান্তরা কেউ কোনো ইনিংসে মাথা তুলে দাঁড়াননি। মুমিনুলকে নিয়ে বড় প্রত্যাশা থাকলেও মেটাতে ব্যর্থ। দুই ইনিংসে করেছেন ৬ রান। সবচেয়ে বাজে অবস্থা সাইফ হাসানের। দুই ইনিংসে ১৫ রানে ফিরেছেন। তিন নম্বরে নামা শান্তর রান ১৪। ব্যর্থতার এই দৃশ্য প্রতিটি টেস্ট সিরিজেই। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির হানা। এই প্রতিকূল পরিবেশ ম্যাচকে ড্রয়ের দিকে নিয়ে যেতে পারে। সেটি সান্ত্বনার প্রলেপ হতে পারে না। এখন পর্যন্ত ১২৪ টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। তন্মধ্যে জয় মাত্র ১৫টিতে, হার ৯২টিতে এবং ড্র ১৭টিতে।


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল