২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মুশফিক-লিটনকে প্রশংসায় ভাসালেন হাসান

-

বাংলাদেশ সফরে টানা চতুর্থ ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং পেয়েছে পাকিস্তান। বরাবরের মতো এবারো বল হাতে শুরুটা দারুণ করে সফরকারীরা। ইনিংসের ১৭ ওভারের মধ্যে মাত্র ৪৯ রানেই চার উইকেট তুলে নেয় তারা। তবু দিনের শেষে গর্বিত বাংলাদেশের সমর্থকদের। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ২০৪ রান যোগ করে দিনটি বাংলাদেশের পক্ষে এনেছেন লিটন দাস ও মুশফিকুর রহীম।
দ্বিতীয় ও তৃতীয় সেশনে কোনো উইকেটই হারায়নি বাংলাদেশ। দিনের খেলা শেষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা লিটন ১১৩ এবং অষ্টম সেঞ্চুরির অপেক্ষায় থাকা মুশফিক অপরাজিত রয়েছেন ৮২ রানে। লিটন-মুশফিকের ব্যাটিংয়ের প্রশংসা করতে ভোলেননি পাকিস্তানের পেসার হাসান আলি। দিনের শুরুতে উইকেট তুলে নিজেদের পরিকল্পনায় সফল হলেও, লিটন-মুশফিকই যে তাদের হাত থেকে ম্যাচ নিয়ে গেছেন সেটিও মেনে নেন পাকিস্তানি পেসার। পিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় হাসান আলি বলেন, ‘দেখুন আমাদের পরিকল্পনা ছিল, যদি আগে বোলিং করতে হয় তাহলে শুরু থেকেই উইকেট নেয়ার চেষ্টা করব। পরিকল্পনায় সফলও ছিলাম। তবে যেভাবে মুশফিক ও লিটন ব্যাটিং করেছেন, তাতে প্রশংসা করতেই হয়।’
তিনি আরো যোগ করেন, ‘তারা দু’জন আমাদের হাত থেকে ম্যাচটা নিয়ে গেছে। প্রথম সেশনের পর বল ব্যাটে আসা শুরু হয়ে গিয়েছিল। আমরা ব্রেক থ্রু নিতে পারিনি। টেস্ট ক্রিকেট এমনই। আমরা দ্বিতীয় দিন সকালে শুরুতেই উইকেট নিতে চেষ্টা করব।’


আরো সংবাদ



premium cement