২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অভিষেকে শ্রেয়াসের সেঞ্চুরি

শতরান করার শ্রেয়াস আয়ার -

কানপুরের গ্রিনপার্ক টেস্টে অভিষিক্ত শ্রেয়াস আয়ারের সেঞ্চুরিতে স্বাগতিক ভারত প্রথম ইনিংসে ৩৪৫ রানে অলআউট হয়েছে। টেস্টের দ্বিতীয় দিনে গতকাল ভারত ফেরার পর ব্যাট হাতে নেমে নিউজিল্যান্ড কোনো উইকেট না হারিয়ে ৫৭ ওভারে ১২৯ রান সংগ্রহ করেছে। কিউই ওপেনার ব্যাটার উইল ইয়ং ১৮০ বলে ১২টি চারের মারে ৭৫ রান করেন। সফরকারী দলের আরেক ওপেনার টম ল্যাথাম ১৬৫ বল মোকাবেলা করে চারটি চারের মারে অর্ধশত পূর্ণ করেছেন। অপরাজিত দুই ওপেনার ম্যাচের তৃতীয় দিনে আজ ব্যাট হাতে মাঠে নামবেন।
এ দিকে প্রথম দিনই সেঞ্চুরির ইঙ্গিত দিয়েছিলেন শ্রেয়াস। ৭৫ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। অর্ধশত রানে আরেক অপরাজিত রবিন্দ্র জাদেজাকে নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেন শ্রেয়াস। জাদেজা সেই ৫০ রানেই আউট হন গতকাল। তবে দিল্লি ক্যাপিটালসের সাবেক অধিনায়ক শ্রেয়াস আয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি করেছেন। ১৭১ বলে ১০৫ রান করে তিনি আউট হন। নাম লিখে ফেললেন মোহাম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গাঙ্গুলির পাশে। এর আগে গতকাল কিউইদের পক্ষে টিম সাউদি বল হাতে পান ৫ উইকেট। ভারতের তিন উইকেট নেন কাইল জেমিসন। এ ছাড়া দুই উইকেট পান স্পিনার অ্যাজাজ প্যাটেল।


আরো সংবাদ



premium cement