২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিংহাসনে ফিরলেন সাকিব

-

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই টি-২০ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাকিব আল হাসান। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষ স্থানে ফিরেছেন সাকিব। গতকাল হালনাগাদ করা র্যাংকিংয়ে ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারের সিংহাসনে ফিরলেন বাংলাদেশের এ তারকা।
অলরাউন্ডারের র্যাংকিংয়ে এত দিন ২৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ফর্ম পড়ে যাওয়ায় ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে নিচে নেমেছেন নবী। টি-২০ বিশ্বকাপে চার ম্যাচে ১১ উইকেট এবং ১১৮ রান করে ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে নবীকে পেছনে ফেলে শীর্ষে ফিরলেন সাকিব। বিশ্বকাপে সাকিব এখন পর্যন্ত সর্বোচ্চ ৪১ উইকেট নিয়েছেন এবং রানে তৃতীয়।
টি-২০তে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৮৩১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ডের ডেভিড মালান।
৮২০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (৭৪৩ রেটিং), চারে মোহাম্মদ রিজওয়ান (৭২৭) ও পাঁচে বিরাট কোহলি (৭২৫)।
স্পিনার মেহেদী হাসান (৬২১) ১১ ধাপ উন্নতি করে র্যাংকিংয়ে শীর্ষ ৯-এ উঠে এসেছেন। ৬৩২ রেটিং পয়েন্ট নিয়ে তার এক ধাপ ওপরে সাকিব। ৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে দশে মোস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement