২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্রথম দিনেই তিন রেকর্ড

-

বঙ্গবন্ধু ম্যাক্স ৩০তম জাতীয় সাঁতারের প্রথম দিনেই তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এই তিনটি রেকর্ড গড়েছেন যুথী আক্তার, মরিয়ম আক্তার ও কাজল মিয়া। মহিলাদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর যুথী আক্তার ৩২.৭৫ সেকেন্ড নিয়ে নতুন রেকর্ড গড়েন। এই ইভেন্টে আগের রেকর্ড ছিল ৩৩.৭৪ সেকেন্ড। মহিলাদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নৌবাহিনীর মরিয়ম আক্তার ১ মিনিট ১৯ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েই শেষ করেন সাঁতার। আগের রেকর্ড ছিল ১ মিনিট ১৯.৫৩ সেকেন্ড। পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নৌবাহিনীর কাজল মিয়া ২ মিনিট ১২.০৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড বুকে নাম ওঠান। আগের রেকর্ডটি ছিল তারই গড়া ২.১৩, ৪৯ সেকেন্ড। গতকাল মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ১২টি ইভেন্ট শেষ হয়। এতে নৌবাহিনী ১০ স্বর্ণ, ৮ রৌপ্য ও দুইটি ব্রোঞ্জ পদক পায়। সেনাবাহিনী দুইটি স্বর্ণ, চারটি রৌপ্য, ছয়টি ব্রোঞ্জ পদক জয় করে।


আরো সংবাদ



premium cement