২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কঠিন পরীক্ষায় নামছে বার্সা

-

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর কঠিন সময় পার করছে ক্লাবটি। স্প্যানিশ লা লিগায় যেমন খারাপ সময় পার করছে দলটি; তার চেয়ে বেশি বাজে সময়ের যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে। কাতালান ক্লাবটির সামনে শঙ্কা তৈরি হয়েছে ২০২১-২২ মৌসুমে ইউরোপ সেরা টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই হেরেছে দলটি। হোমে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ ও অ্যাওয়েতে বেনফিকার কাছেও হারে সমান ব্যবধানে। ছয় গোল হজমের পাশে নিজেদের একটি গোলও নেই। এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আজ রাত ১০টা ৪৫ মিনিটে ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। একই সময়ে আরেক ম্যাচে মাঠে নামছে সালসবার্গ-ওলফসবার্গ। রাত ১টায় লিলে-সেভিয়া, জেনিত-জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড-আটালান্ট, ইয়াং বয়েজ-ভিয়ারিয়াল, চেলসি-মলমো এফএফ ও বেনফিকা-বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে।


আরো সংবাদ



premium cement