২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
আজ শুরু কাক্সিক্ষত প্রিমিয়ার হকি

জরিমানা পরিশোধ করেই খেলতে হবে জিমিকে

-

ক্লাব কাপ শতভাগ পরিচ্ছন্ন হয়নি। সেমিতে মোহামেডান জিমি ইস্যুতে না খেলায় ওয়াকওভার পেয়ে ফাইনাল উঠে মেরিনার ইয়াংস ক্লাব। বিদেশী ও দেশীদের ক্যামিওতে ঐতিহ্যবাহী আবাহনীকে মাটিতে নামিয়ে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয় মেরিনার্স। ১২ দলের অংশ গ্রহণে আজ থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে গড়াবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি। উদ্বোধনী দিনে খেলবে মেরিনার্স-পুলিশ, মোহামেডান-দিলখুশা ও আবাহনী-আজাদ।
কিন্তু মোহামেডান বাধা রয়েই গেল। ক্লাব কাপে জিমিকে এক ম্যাচ নিষিদ্ধ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। লিগে মোহামেডান কিংবা জিমি শুরুর ম্যাচ খেলতে পারবেন কি না সে বিষয়ে প্রশ্ন ওঠে। গতকাল সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইউসুফ জানান, ‘সেমিতে যেহেতু মোহামেডান খেলেনি সেহেতু আগামী ক্লাব কাপে সে এক ম্যাচ খেলতে পারবেন না। লিগের সাথে তো ক্লাব কাপের সম্পর্ক নেই। তবে আমরা জরিমানা করেছি ব্যক্তি জিমির। ক্লাবের নয়। জিমি যদি ম্যাচ খেলে তাহলে জরিমানার ৫০ হাজার টাকা দিয়েই খেলতে হবে। এটা যেকোনো খেলার জন্যই প্রযোজ্য। এমনকি কোনো টুর্নামেন্টে নৌবাহিনীর খেলা হলেও।’
আম্পায়ার প্রসঙ্গে ইউসুফ বলেন, ‘তিনজন বিদেশী আম্পায়ার থাকবেন। দু’জন এসেছেন। একজন শ্রীলঙ্কার দেশনায়েক, আরেকজন ভারতের অঙ্কিত।’
গতকাল সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেনÑ স্পন্সর গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদুল মুদাচ্ছির, বাহফে সহসভাপতি জাকি আহমেদ, কোষাধ্যক্ষ হাজী মো: হুমায়ূন।


আরো সংবাদ



premium cement