২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

টস জিতে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

-

বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ওমানের আল আমিরাত স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। রাতে শিশিরের কারণে বল করার সিদ্ধান্ত নেননি টাইগার দলপতি। টসের পর অধিনায়ক জানান তার কাছে ব্যাটিং উইকেট মনে হচ্ছে। তাই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের একাদশে প্রত্যাশা মতো ফিরেছেন সাকিব আল হাসান। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে একাদশে রেখেছে টাইগাররা।
টি-২০তে এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-স্কটল্যান্ড। সেই ম্যাচে ১৬৩ রান তাড়া করে ৩৪ রানে হেরে যায় টাইগাররা। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে স্কটিশদেও চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। সবশেষ ১১টি আন্তর্জাতিক টি২০তে অংশ নিয়ে রিয়াদেও নেতৃত্বাধীন দলটি জয় পেয়েছে ৮টিতে।
এদিকে চতুর্থবারের মত টি-২০ বিশ্ব আসরে পা রেখেছে স্কটল্যান্ড। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস ও নামিবিয়া দুই দলের বিপক্ষেই এসেছে জয়। এতেই আত্মবিশ্বাসের চূড়ায় স্কটিশ কোচ শন বার্জার। গণমাধ্যমকে জানিয়েছেন পাপুয়া নিউগিনি আর ওমানের চেয়ে বড় দল নয় বাংলাদেশ। প্রতিপক্ষ কোচের এই মন্তব্যে রিয়াদ বলেছেন, ‘আমরা সে কথা নিয়ে চিন্তিত নই। দলের প্রতি আমার ভরসা রয়েছে, আমরা সবাইকে সম্মান করি, সবাইকে সমানভাবে দেখি। আমাদেও সেরাটা দিতে পারি তাহলে আমরা অবশ্যই ভালো করব।’
মাহমুদুল্লাহ তাসকিনকে দিয়ে মিশন শুরু করান। প্রথম ওভারে চার রান দেন তিনি। পরের ওভারে আসেন মোস্তাফিজ। তৃতীয় ওভারে ফের তাসকিন আসার কথা থাকলেও সাইফউদ্দিনকে দিয়ে বল করান অধিনায়ক। তাতেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। কোয়েটজারকে আউট করেন তাসকিন। পরের ওভার থেকেই চড়াও হয়ে খেলতে থাকে স্কটিশরা।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
স্কটল্যান্ড একাদশ
কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মানসে, ম্যাথু ক্রস, রিচি বিরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস্টোফার গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরীফ ও ব্র্যাড হুইল।


আরো সংবাদ



premium cement