২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানকে হালকাভাবে নেয়া যাবে না : আগারকার

-

টি-২০ বিশ্বকাপের আগামী ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। তাদের লড়াইটা শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সাবেকদের নানা মত আর বিশ্লেষণ।
এই যেমন ভারতের সাবেক তারকা পেসার অজিত আগারকার বললেন, ভারতের বিপক্ষে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারবে না পাকিস্তান। কারণও ব্যাখ্যা করেছেন তিনি, সাম্প্রতিক ফর্মের বিবেচনাতেই এগিয়ে রেখেছে বিরাট কোহলিদের।
এ ম্যাচ নিয়ে আগারকার বলেছেন, ‘ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে উত্তেজনা সবসময়ই বেশি থাকে। কিন্তু ভারত বর্তমানে যে ফর্মে আছে। আর যদি পরিসংখ্যান হিসাব করে দেখেন, আমার মনে হয় না পাকিস্তান খুব বেশি চ্যালেঞ্জ জানাতে পারবে।’ পাকিস্তানকে যে হালকাভাবেও নেয়া যাবে না। সেটিও মনে করিয়ে দিয়েছেন আগারকার, ‘আমার মনে হয় না প্রতিবেশীদের হালকাভাবে নেয়া উচিত হবে; কারণ ক্রিকেট একটি মজার খেলা আর যেকোনো মুহূর্তেই সব কিছু যেতে পারে। বিশেষত টি-২০ ফরম্যাটে।’

 


আরো সংবাদ



premium cement