২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শেখ রাসেল আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার দাবা কাল শুরু

-

বাংলাদেশসহ বিশে^র মোট ১৮টি দেশের গ্র্যান্ডমাস্টারদের অংশগ্রহণে আগামীকাল থেকে শুরু হচ্ছে শেখ রাসেল আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার দাবা প্রতিযোগিতা। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। এশিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিভিন্ন দেশের ৩২ জন পুরুষ গ্রান্ডমাস্টারের সাথে একজন মহিলা গ্রান্ডমাস্টার ও ২০ জন আন্তর্জাতিক মাস্টার খেলবেন এই টুর্নামেন্টে। সব মিলে প্রায় ১০০ দাবাড়– থাকছেন এবারের প্রতিযোগিতায়। বাংলাদেশের ৫ গ্রান্ডমাস্টারের মধ্যে খেলবেন নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। পারিবারিক কারণে মোল্লা আবদুল্লাহ আল রাকিব ও রিফাত বিন সাত্তার অংশ নিচ্ছেন না। তবে আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন ও মোহাম্মদ ফাহাদ রহমানের মতো আন্তর্জাতিক মাস্টাররা খেলবেন। থাকছেন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদও।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এ আসরে নর্ম অর্জনের দারুণ সম্ভাবনা দেখছেন আয়োজকরা। মোট ৫৫ হাজার মার্কিন ডলারের অর্থ পুরস্কার রাখা হয়েছে। চ্যাম্পিয়ন ১০ হাজার, রানার আপ সাত হাজার, তৃতীয় স্থান পাঁচ হাজার মার্কিন ডলার পাবেন। চতুর্থ তিন হাজার, পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারীর প্রত্যেকে পাবেন দুই হাজার এবং নবম থেকে ২০তম স্থান অধিকার করা দাবাড়–রা সবাই পাবেন এক হাজার মার্কিন ডলার করে। এ ছাড়া বাংলাদেশী খেলোয়াড়দের জন্য থাকছে ১০ হাজার মার্কিন ডলারের অর্থ পুরস্কারও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।


আরো সংবাদ



premium cement