২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

তাসকিনকে কাটার শেখালেন মাশরাফি

তাসকিনকে কাটার গ্রিপ করার কৌশল শেখাচ্ছেন সাবেক অধিনায়ক মাশরাফি। পাশ থেকে তাকিয়ে দেখছেন সোহান: সৌজন্য -

মিরপুর শেরেবাংলার মাঝ উইকেটে তাসকিন আহমেদ বোলিং করছিলেন। ব্যাটিংয়ে ছিলেন নুরুল হাসান সোহান। সৌম্য সরকার পাশে দাঁড়িয়ে তা দেখছিলেন। এমন সময় ড্রেসিংরুম থেকে বের হলেন মাশরাফি বিন মর্তুজা। সাথে তারই পুরনো সতীর্থ শাহরিয়ার নাফীস। জানা গেল তাসকিনের অনুরোধেই নাকি মাশরাফি মিরপুরে।
অনেক তরুণকেই পথ দেখিয়েছেন মাশরাফি। অভিষেকের পর থেকেই অধিনায়ক হিসেবে মাশরাফিকে পেয়েছেন তাসকিন। এবার বিশ্বকাপে যাওয়ার আগে নিজের আইডলের থেকে টিপস নিলেন তাসকিন। জানলেন ভালো করার উপায়গুলো। শিখলেন কাটার কিভাবে করতে হয়।
গতকাল তাসকিনের অনুরোধে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যান মাশরাফি। এরপর তিনি তাসিকন, সৌম্যদের নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করেন। তাসকিন জানান, মাশরাফি তাকে বেশ কয়েকটি কৌশল শিখিয়েছেন, তবে বিশ্বকাপের আগে কেবল কাটার নিয়েই বিশেষভাবে কাজ করতে বলেছেন।
তাসকিনের কথায়, ‘অনেকদিন ধরেই ভাইয়াকে বলছিলাম একটু সময় দেয়ার জন্য। আমার পেস, সুইং এগুলো আল্লাহর রহমতে উন্নতি হচ্ছে, তবে সেøায়ারে একটু পিছিয়ে আছি। সেøায়ারে আরো উন্নতি করতে চাই, এই জন্য ভাইয়াকে সবসময় বলতাম। আমার যাতে উন্নতি হয় সে জন্যই ভাইয়া সময় দিলেন। আজ উনি কিছু গ্রিপ দেখালেন। বললেন, একেক জনের অ্যাকশন একেক রকম হয়, তবুও একটু চেষ্টা করে দেখতে। কিছু কাটারের গ্রিপ আমার কাছে খুবই ভালো লেগেছে।’
তাসকিন যোগ করেন, ‘মূলত দুই-তিনটা গ্রিপ দেখিয়েছেন। বললেন যে এতকিছু তো হঠাৎ করে শেখা যাবে না। আপাতত কাটার নিয়ে কাজ করতে বললেন। সামনে অনেক খেলা তাই ভালো লাগলে এটা চালিয়ে যেতে বললেন। একসাথে এত কিছু শিখতে গেলে সমস্যা হতে পারে। তাই একটাতেই ফোকাস করতে বললেন। আশা করি, এগুলো নিয়ে কাজ করলে ভবিষ্যতে ভালো হবে। এসব নিয়েই ভাইয়ার সাথে একটা সেশন কাটল।’
এক ঘণ্টারও বেশি সময় মাশরাফির সাথে বোলিংয়ের খুঁটিনাটি নিয়ে কাজ করেন তাসকিন। তিনি বলছিলেন, ‘আমার শক্তি পেস-বাউন্স। এটার সাথে কাটার যোগ হলে আরেকটা বিকল্প হতে পারে। যদি শিখতে পারি, আমার মনে হয়, ভালো হবে। তবে মোস্তাফিজের মতো কাটার আমি পারব না।’
সুখের আরো একটি মুহূর্ত ছিল গতকাল। টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ জিমনেসিয়াম থেকে বেরিয়ে মাঠে আসতেই মাঝমাঠে মাশরাফিকে দেখতে পান। তখনি দৌড়ে এসে মাশরাফিকে জড়িয়ে ধরেন। হয়তো তখন উপস্থিত অনেকেই ফিরে গেছেন অতীত স্মৃতিতে।


আরো সংবাদ



premium cement
আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের রোববার থেকে স্কুল খোলা : শনিবারও চলবে ক্লাস যুক্তরাষ্ট্রকে বিশ্বরাজনীতির মঞ্চ থেকে সরিয়ে আনতে চান ট্রাম্প : বাইডেন কলিং ভিসায় প্রতারণার শিকার প্রবাসী দেশে ফেরার সময় মারা গেলেন চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ তীব্র তাপদাহের জন্য দায়ী অবৈধ সরকার : মির্জা আব্বাস অনলাইন ক্লাসে যাচ্ছে জবি : বন্ধ থাকবে পরীক্ষা

সকল