২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

১০ নম্বর জার্সিতে উজ্জ্বল ফাতি

-

বার্সেলোনায় অভিষেকের পর থেকেই আলোচনায় ছিলেন আনসু ফাতি। সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েছিলেন তিনি। তবে ইনজুরির কারণে ১০ মাস মাঠে বাইরে থাকতে হয় তরুণ এই স্ট্রাইকারকে। অবশেষে দলে ফিরেই চমক দেখালেন। বার্সেলোনাও পেল স্বস্তির এক জয়। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর ক্লাবের ১০ নম্বর জার্সি পেয়েছেন ফাতি। এবার প্রত্যাবর্তনের ম্যাচটা গোল করেই স্মরণীয় করে রাখলেন তিনি। রোববার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল স্প্যানিশ জায়ান্টরা।
এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয়ের আনন্দে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে রোববার ‘নর্থ লন্ডন ডার্বি’তে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে গানাররা। সিরি-আয় নেপোলি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাগলিয়ারিকে।
লেভান্তের বিপক্ষে পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলে বার্সা।


আরো সংবাদ



premium cement