২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শাস্তি কমলো ফুটবলারদের

-

ম্যাচ পাতানোর অপরাধে আরামবাগের কোনো ফুটবলারের পাঁচ বছর কারো তিন কারো দুই এবং কারো এক বছর নিষিদ্ধ করার শাস্তি দিয়েছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। তবে যেসব ফুটবলার তাদের এই শাস্তি কমানোর আবেদন করেছেন তাদের এই আপিল গৃহীত হয়েছে। আপিল করা সব ফুটবলারের শাস্তি এখন শুধু এক বছরের জন্য। একই সাথে যেসব ফুটবলার এখনো আপিল করেননি তাদেরকে ৯ অক্টোবরের মধ্যে ১০ হাজার টাকা আপিল ফি দিয়ে আপিল করতে বলা হয়েছে। এটা ফুটবলারদের ক্যারিয়ারের স্বার্থেই। আপিল না করা ফুটবলাররা হলেনÑ আপেল, মিলন, রকি, সৈকত, জাহিদ, শামিম ও ওমর ফারুক। একই সাথে প্রিমিয়ার লিগ থেকে সরাসরি প্রথম বিভাগে নামিয়ে দেয়া আমারবাগের শাস্তি কমেছে। আগের সিদ্ধান্তে তাদের দুই বছর প্রথম বিভাগে বাধ্যতামূলক খেলার কথা বলা হলেও এখন তারা প্রথম বিভাগ থেকে ভালো করে উন্নীত হলে তা গৃহীত হবে। অবশ্য পাঁচ লাখ টাকা জরিমানা দিতেই হবে। তবে আরামবাগের ম্যাচ পাতানোর সাথে সরাসরি জড়িত কর্মকর্তাদের শাস্তি বহাল আছে।


আরো সংবাদ



premium cement