২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পাকিস্তান সিরিজের প্রস্তুতি লিগে

-

আগামী মাসে টি-২০ বিশ্বকাপ। এরপরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পথচলা শুরু করবে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের ফাইনাল ১৪ নভেম্বর। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ ১৯ নভেম্বর, টেস্ট সিরিজ শুরু ২৬ নভেম্বর। জাতীয় নির্বাচক হাবিবুল বাশারের প্রত্যাশা, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজটির জন্য প্রস্তুতি যথেষ্টই ভালো হবে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)।’ এছাড়া উইকেট, ফিটনেস নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক।
১৭ অক্টোবর শুরু হবে জাতীয় লিগের নতুন মৌসুম। বিশ্বকাপ দলের ক্রিকেটাররা ছাড়া বাকিরা অংশ নেবেন এই টুর্নামেন্টে। টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টেস্ট দলের আরো বেশ কজন খেলবেন জাতীয় লিগে। এবার জাতীয় লিগ খুব গুরুত্বপূর্ণ হবে বলে উল্লেখ করেন বাশার, ‘বিশ্বকাপের পরপরই আমাদের কিছু টেস্ট ম্যাচ আছে। এটা কিন্তু খেলোয়াড়দের তৈরি করার জন্য ভালো একটি সুযোগ। আমরা খুব একটা টেস্ট খেলার সুযোগ পাইনি। অনুশীলন ম্যাচ আর প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে পার্থক্য আছে। পাকিস্তান সিরিজের আগে এনসিএলের মাধ্যমে পর্যাপ্ত প্রস্তুতি হবে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরে সাত ম্যাচের ছয়টিতেই হেরেছিল বাংলাদেশ, একটি ড্র থেকে পাওয়া ২০ পয়েন্ট ছিল প্রাপ্তি। হাবিবুলের আশা, গতবারের মতো দুর্দশা এবার হবে না, ‘এবার আমরা ভালো প্রস্তুতিতে নামতে যাচ্ছি। শুরুটা খুব গুরুত্বপূর্ণ। গতবারের পুনরাবৃত্তি এবার চাই না। যদিও পাকিস্তান টেস্টে ভালো দল তারপরও, ঘুরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।’
অনেক বছর ধরেই ফিটনেস যাচাই করা হতো বিপ টেস্ট দিয়ে। এবারো ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট দিয়ে ফিটনেস পরীক্ষা দিতে হবে। বাশার বলেন, ‘২০-২২ জনের একটা টিম করা হয়েছে। এখন ফিটনেস ট্রেনিং চলছে। এক তারিখ থেকে ফিটনেস টেস্ট হবে। গতবারের মতো এবারো ইয়ো ইয়ো টেস্ট দিতে হবে। ফিটনেস টেস্টের পর আমরা ১৬ জনের দল করে দেবো।’
ফিটনেস টেস্টের পর ৫ তারিখ থেকে শুরু হবে স্কিল অনুশীলন। ১০ দিন পর জাতীয় ক্রিকেট লিগ। করোনা পরিস্থিতির কারণে জাতীয় ক্রিকেট লিগ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে না। কক্সবাজার ও সিলেট ভেনুতে খেলা হবে। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া, বাংলাদেশে সিরিজ শুরুর আগে আলোচনায় থাকে উইকেট। বাশার জানালেন, ‘এই কয়েক মাসে উইকেটগুলো পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে। আশা করছি এবার এনসিএল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল