২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এলিটার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

-

জাতীয় ফুটবল দল নিয়ে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের তৃতীয় অনুশীলন সেশন ছিল গতকাল বিকেলে। দুপুরের পর বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ অনুশীলনের অনুপোযুক্ত হয়ে পড়লে শিষ্যদের নিয়ে কমলাপুর স্টেডিয়ামে যান স্প্যানিশ কোচ। সেখানেই অনুশীলন দেখতে যান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন এবং জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
নাইজেরিয়ান থেকে বাংলাদেশী হওয়া এলিটা কিংসলের বিষয়টি এখনো অনিশ্চিত। কাজী নাবিলকেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ‘এলিটা কিংসলের বিষয়ে আমাদের হাতে আরো দু’দিন সময় রয়েছে। চেষ্টা করছি ফিফা ও এএফসিতে তার বিষয়টি ক্লিয়ার করতে।’
অস্কারের অনুশীলনে খুশি সালাউদ্দিন। এমনটাই জানালেন নাবিল, ‘অস্কার খুব ভালো অনুশীলন করাচ্ছেন। সভাপতি আমাকে বারবার তাই বলছিলেন। ছেলেদের সবাই খেলার মধ্যেই ছিল। তাই কোচ যেভাবে স্ট্র্যাটেজি দেবে, ফুটবলাররা সেভাবেই মানবে। ২৮ সেপ্টেম্বর ফুটবলাররা মালদ্বীপে রওনা হবে, হাতে দু’দিন সময় রয়েছে। ২৭ জনের দল কমে আসবে ২৩ জনে।’


আরো সংবাদ



premium cement