২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রোনালদো পেনাল্টি না নেয়ায় ম্যানইউর হার

চেলসিকে হারিয়ে গার্দিওলার ইতিহাস
-

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ওল্ড ট্রাফোর্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে। শক্তিশালী ম্যানইউ এই অর্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরে ভিলা। আক্রমণে পাল্ট আক্রমণে খেলা গড়াচ্ছিল ড্রয়ের দিকে; কিন্তু ৮৮ মিনিটে কর্নার কিক থেকে দারুণ এক হেডে ডিফেন্ডার কোর্টনি হাউজে এ গিয়ে নেন অতিথিদের (১-০)। ঘরের মাঠে হারের শঙ্কা যখন উঁকি দিচ্ছিল ম্যানইউর ঘরে, ঠিক তখনই বক্সে কাভানির শট কোর্টনি হাউজের হাতে লাগলে, ভিএরআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। রেড ডেভিলদের সামনে সুযোগ আসে ড্র করার। কিন্তু অভিজ্ঞ রোনালদো মাঠে থাকা সত্ত্বেও পেনাল্টি নেন আরেক পর্তুগিজ স্ট্রাইকার ব্রুনো ফার্নান্দেস। তিনি সজোরে শট নিয়ে বল পাঠিয়ে দেন গোলপোস্টের উপর দিয়ে। তাতে ঘরের মাঠে হারও নিশ্চিত হয়ে যায় ওলে গুনার সুলশারের শিষ্যদের।
আরেক ম্যাচে শেষ তিন দেখায় চেলসির কাছে সব ক’টিতে হেরেছে ম্যানচেস্টার সিটি। প্রত্যেকবারই টাচলাইনে দাঁড়িয়ে শিষ্যদের অসহায় আত্মসমর্পণের দৃশ্য দেখেছেন পেপ গার্দিওলা। তাই স্টামফোর্ড ব্রিজের দলটির বিপক্ষে প্রতিশোধের আগুন ভর করেছিল ম্যানসিটির কোচ থেকে খেলোয়াড় সবার মধ্যে। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে যার বাস্তব রূপ দেখা গেছে সিটিজেনদের মধ্যে। চেলসিকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। গাব্রিয়েল জেসুসের একমাত্র গোল নির্ধারণ করে দিয়েছে ইতিহাদের সফলতম কোচ পেপ গার্দিওলা।
চেলসির বিপক্ষে নামার আগে সাবেক গার্দিওলার সামনে হাতছানি দিচ্ছিল কোচ হিসেবে ম্যানসিটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের। ব্লুজদের হারিয়ে ৩০৩ ম্যাচে ২২১ জয় নিয়ে তিনি পেছনে ফেলেছেন পঞ্চাশ-ষাটের দশকে কোচের দায়িত্বে থাকা লেস ম্যাকডাওয়ালকে। ম্যানসিটির হয়ে ম্যাকডাওয়াল জিতেছিলেন ২২০ ম্যাচ। সিটির ইতিহাসের সফলতম কোচ হবেন গাার্দিওলা।
ছয় ম্যাচে চার জয়, এক ড্র ও হারে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে ম্যানসিটি, সমান পয়েন্টে তিনে চেলসি ও চারে ম্যানইউ। ১৩ পয়েন্টে এক ম্যাচ কম খেলা লিভারপুল রয়েছে শিষ্যে। ১০ পয়েন্ট নিয়ে সাতে অ্যাস্টন ভিলা। এ দিকে গতকাল লা লিগায় আলাভেসের কাছে ১-০ গোলে হেরেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। বায়ার্ন মিউনিখ ৩-১ গোলে হারায় ফিউর্থকে।


আরো সংবাদ



premium cement
ঈদের ছুটিতে ঢাকায় কোনো সমস্যা হলে কল করুন ৯৯৯ নম্বরে : আইজিপি সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার ৬ দাবিতে উত্তাল বুয়েট, ক্লাস-পরীক্ষা বর্জন মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল

সকল