১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

রোমান সানাকে টপকালেন রামকৃষ্ণ

-

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় চলমান বিশ্ব আরচারি চ্যাম্পিয়ন শিপে নিজের সেরা স্কোর করতে পারেননি রোমান সানা। গতকাল রিকার্ভ এককের র্যাংকিং রাউন্ডে তাই দেশ সেরা এই আরচারকে টপকিয়েছেন রামকৃষ্ণা সাহা। ৭২০ এর মধ্যে ৬৪২ স্কোর করে ২৭তম হয়েছেন রামকৃষ্ণ। ৬৩৬ স্কোর করে ৪৬তম স্থান পান রোমান। অপর আরচার হাকিম আহমেদ রুবেল ৫০তম হন ৬৩৩ স্কোর করে। ফলে আজ ১/৪৮ এর ইলিমিনেশন রাউন্ডে রোমান সানার প্রতিপক্ষ ইতালির ফেদেরিকো মুসোলি। পর্তুগালের লুইস গানকাভেস হলেন রামকৃষ্ণের প্রতিপক্ষ। রুবেল খেলবেন চেক রিপাবলিকের মিচেল হুলাহুকের বিপক্ষে। মহিলা এককে বিউটি রায় ৫৫১ স্কোর করে ৭২তম হয়ে খেলবেন সেøাভাকিয়ার ডেনিসা বারানকোভার বিপক্ষে।
রিকার্ভ দলগততে রোমান সানা, রুবেল ও রামকৃষ্ণ ১৯১১ স্কোর করে ১২তম হন। গত রাতেই তাদের খেলা ছিল বেলজিয়ামের বিপক্ষে। টোকিও অলিম্পিকে রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি মিশ্র দ্বৈতে সেরা ১৬তে উঠেছিলেন। যুক্তরাষ্ট্রে গিয়ে করোনায় আক্রান্ত হওয়ায় খেলা হচ্ছে না দিয়ার। ফলে রামকৃষ্ণ ও বিউটি রায় জুটি সেরা ২৪ এ থাকতে না পেরে কোয়ালিফাই করতে পারেননি বিশ্ব আরচারি ইলিমিনেশন রাউন্ডে। ১১৯৩ স্কোর করে হন ২৮তম। পুরুষদের কম্পাউন্ড এককে অসীম কুমার দাস ৬৭৪ স্কোর করে ৫৮তম হয়েছেন। আজ ১/৪৮ এ তার প্রতিপক্ষ স্পেনের রামন লোপেজ।


আরো সংবাদ



premium cement