২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শিরোপা ধরে রাখার প্রত্যয় মোহামেডানের

-

আবাহনী মোটামুটি, মেরিনার্স উৎসবমুখর পরিবেশে ঘোড়ার গাড়িতে চড়ে বাদ্যযন্ত্রের তালে তালে কয়েক শ’ সমর্থক নিয়ে দলবদল করেছে। গত দলবদলে হাতি নিয়ে আসা মোহামেডানে ছিল এবার চমক দেখানোর গুঞ্জন। সে অপেক্ষায় ছিলেন অনেকে। না জানি মোহামেডান কী চমক দেখায়। নির্দিষ্ট সময় থেকে দেড় ঘণ্টা পর দেখা গেল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রায় ৫০টি মোটরসাইকেল ও কয়েক শ’ সমর্থক নিয়ে দলবদলে এসেছে। চার পাঁচটি আতশবাজি ফুটিয়েছে। নিরানন্দ এ চমকে প্রভাবিত না হলেও ঝিমিয়ে পড়া হকি খানিকটা জেগে উঠেছে গত তিন দিনের দলবদলে। মওলানা ভাসানী স্টেডিয়ামে গতকাল ১৫ জনকে দলবদল করায় সাদা কালো-শিবির।
পাতিয়ালা থেকে সদ্যই ডিপ্লোমা করে আসা কোচ মওদুদুর রহমান শুভ জানান, ‘আমরা ভারসাম্যপূর্ণ দল গড়েছি। শিরোপা ধরে রাখার জন্যই চেষ্টা থাকবে। হকি এখন অনেক আধুনিকতা নির্ভর। কোচিংয়েও পরিবর্তন এসেছে। এই ডিগ্রি আমার কোচিংকে আরো শাণিত করবে।’
আবাহনী থেকে ডিফেন্ডার আশরাফুল, মাঝমাঠের সারোয়ার ও তাহের আলীকে দলে ভিড়েয়েছে মোহামেডান। মেরিনার্স থেকে তাঁবুতে ভিড়িয়েছে মঈনুল ইসলাম কৌশিক ও ডিফেন্ডার শাওনকে। আর কমিশনে আগেই গোলপোস্টের প্রহরী অসীমকে নিয়েছে।
চলতি মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম। মোহামেডান তাকে ৯ লাখ টাকা দিচ্ছে। রাসেল মাহমুদ জিমি এই দলে থাকার পরেও তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন। আশরাফুল বলেন, ‘মোহামেডান আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আমাকে আরো বেশি ভালো পারফরম্যান্স করতে হবে।’
রাসেল মাহমুদ জিমিও শিরোপা জেতার জন্য প্রত্যয়ী, ‘মোহামেডান সব সময় শিরোপা জেতার জন্যই দল গড়ে। গত আসরে (২০১৮) আমরা চ্যাম্পিয়ন ছিলাম। এই মৌসুমে ক্লাব কাপ হকি ও প্রিমিয়ার লিগÑ দু’টি শিরোপাই আমরা জিততে চাই।’
বিদেশী খেলোয়াড় নিয়ে আরিফুল হক প্রিন্স বলেন, ‘গত মৌসুমে আমাদের খেলা চারজনের সাথেই আমার মূলত যোগাযোগ করছি। এদের মধ্যে একজন অলিম্পিকও খেলছে। মালয়েশিয়া, পাকিস্তান থেকেও খেলোয়াড় আনার চেষ্টা চলছে।’
মোহামেডানের দলবদলকৃত খেলোয়াড় : জিমি, অজিত, রাকিন, নাসির, আশরাফুল, সারোয়ার, কৌশিক, তাহের, আল আমিন, প্রিন্স লাল সামন্ত, রাজীব, বন্ধন, আজিজার, আমিরুল ও শাওন।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল