১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

কেউতো সভাপতি হতে চায় না : পাপন

-

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টানা দুই মেয়াদে ৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তার আমলে দেশের ক্রিকেটের লক্ষণীয় উন্নতি হয়েছে। আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে বোর্ড। ক্রিকেটীয় বিষয়ে নাকগলিয়ে সমালোচিতও হয়েছেন। তৃতীয় মেয়াদে আরো একটি নির্বাচনের সামনে দাঁড়িয়ে। গতকাল বিসিবির বোর্ড সভা শেষে পাপন বলেন, তিনি বেঁচে থাকতে কেউ বিসিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য দাঁড়াবে না।
বিসিবি নির্বাচনে প্রেসিডেন্ট পদেই কি থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমি যদি এখানে থাকি, তাহলে মনে হয় না আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা নিতে চাইবে। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তাদের উচিত প্রেসিডেন্ট হওয়ার চ্যালেঞ্জ নেয়া। অন্তত কেউ প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করুক। এখনো তো কেউ বলেও না। এটা ভালো দিক না।’
পাপন আরো বলেন, ‘কারো জন্য কিছু আটকে থাকে না, আমাদের একটা পাইপলাইন থাকা উচিত যেখানে নতুনরা দায়িত্ব নেবে। লিডারশিপ গ্রো করা উচিত। বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। মনে হয় কিছু কারণে কেউ আসতে চায় না। ডাইরেক্টর সবাই হতে চায় কিন্তু প্রেসিডেন্ট কেউ হতে চায় না। আমি চাই নতুন কেউ আসুক। পুরো সাপোর্ট করব।’
এই মুহূর্তে পাকিস্তান সফর নয়
বর্তমানে চরম সঙ্কটে পাকিস্তান ক্রিকেট। নিউজিল্যান্ডের নাটকীয় সফর বাতিলের পর ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করেছে। সম্ভবত অস্ট্রেলিয়াও সেই পথে হাঁটবে। এ সময় পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরাতে বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছিল পিসিবি। কিন্তু বিসিবি জানিয়ে দিয়েছে, টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তান সফর নয়।
পাপন জানালেন, ‘পিসিবি বলেছিল, আমাদের টিমটা এভেইলেবল কি না। আমাদের দলের সবাই টানা বায়ো বাবলে ছিল। টানা তিনটা সিরিজ খেলার পর সদ্যই ক্রিকেটারদের ছুটি দিলাম। এখন পাকিস্তানে গেলে আবার দীর্ঘ সময়ের জন্য বায়ো বাবলে ঢুকতে হবে। কোচিং স্টাফরা সবাই ছুটিতে। তাই সম্ভব নয়।’
বিসিবির নির্বাচনের প্রক্রিয়া হলো শুরুতে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত করা হয় পরিচালকদের। এরপর পরিচালকদের ভোটে নির্বাচন করা হয় সভাপতি। ২০১২ সালে সরকারের মনোনয়নে ভারপ্রাপ্ত দায়িত্ব নেয়ার পর ২০১৩ ও ২০১৭ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন নাজমুল।
বিশ্বকাপের আয়োজক হতে বিড বাংলাদেশের
বাংলাদেশ এককভাবে বিশ্বকাপ আয়োজন করার আবেদন করতে যাচ্ছে আইসিসিতে এমন গুঞ্জনও ছিল। গতকাল খোলাসা করলেন পাপন, ‘টি-২০ বিশ্বকাপের জন্য পর্যাপ্ত স্টেডিয়াম নেই বলে শ্রীলঙ্কার সাথে যুগ্মভাবে আবেদন করেছি। আর ওয়ানডে বিশ্বকাপের জন্য আমরা শ্রীলঙ্কা ও পাকিস্তান মিলে আবেদন করেছি।’


আরো সংবাদ



premium cement