২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ডিসেম্বরে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ভলিবল

-

চলতি সেপ্টেম্বরের শেষ দিকে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল পিডিবির আড়ালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ভলিবল দলের। সেখানে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশের। করোনায় স্থগিত এই আসর। ফলে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মাথায় এখন ডিসেম্বরে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ভলিবল আয়োজন। সাত দল নিয়ে করার পরিকল্পনা এই টুর্নামেন্ট। আসরটি দিয়ে নতুন ভাবে গড়ে উঠা শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামের উদ্বোধন করা হবে। জানান ভলিবল ফেডারেশন সেক্রেটারি আশিকুর রহমান মিকু। সার্ক অঞ্চলের দেশগুলোর সাথে অন্য দেশকেও এ টুর্নামেন্টে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে নেপাল, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, থাইল্যান্ড তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এই ছয় দলের সাথে স্বাগতিক বাংলাদেশকে নিয়ে হবে টুর্নামেন্টটি। আর বাংলাদেশ দলেরও ক্যাম্প শুরু হবে শিগগিরই। ২২-২৩ সেপ্টেম্বর ফেডারেশনের সভায় চূড়ান্ত হবে ক্যাম্প শুরুর তারিখ। জাতীয় দলকে প্রশিক্ষণের জন্য এক মাস থাইল্যান্ডে রাখার চিন্তাভাবনাও চলছে। সাথে দীর্ঘ বছর পর অক্টোবরের মাঝামাঝিতে ফেডারেশন কাপ করারও পরিকল্পনা। সার্ভিসেস দলের সাথে পিডিবি ও তিতাস খেলবে এই আসরে।

 


আরো সংবাদ



premium cement