১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ম্যাচ শুরুর আগে সফরই বাতিল

-

আগের দিন ট্রফি হাতে ফটো সেশনও করেছে দু’দলের অধিনায়ক বাবর আজম ও টম লাথাম। রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান-নিউজিল্যান্ডের। সব ঠিকঠাকই ছিল। কিন্তু আচমকা ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বলা হয়েছে, নিরাপত্তা শঙ্কায় হচ্ছে না এ সিরিজ। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ‘নিরাপত্তা শঙ্কায়’ খেলোয়াড়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও নিরাপত্তা শঙ্কাটা আসলে কী ঘিরে বা কিসের হুমকিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেটা পরিষ্কার করেনি এনজেডসি।
বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তানে গিয়েছে কিউইরা। স্বাগতিকদের সাথে তিন ওয়ানডে ও পাঁচটি টি-২০ খেলার কথা ছিল টম লাথামদের। গতকাল রাওয়ালপিন্ডির ওয়ানডে দিয়ে শুরু হওয়ার কথা ছিল দুই দলের লড়াই। কিন্তু দুই দলের কেউই মাঠে আসেনি। সকাল থেকে হোটেলেই ছিলেন খেলোয়াড়রা। এমনকি স্টেডিয়ামে ঢুকতে দেয়া হয়নি দর্শকদের। সফর বাতিলের ঘোষণা দিয়ে এনজেডসি জানিয়েছে, ‘পাকিস্তান সফরের জন্য নিউজিল্যান্ড সরকারের হুমকির মাত্রা বেড়ে যাওয়ায় এবং নিজেদের কর্মরত নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শের পর সফর না চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ যদিও এনজেডসি নিরাপত্তা শঙ্কার কারণ ও খেলোয়াড়দের ফেরানোর প্রক্রিয়া জানাতে রাজি নয়, ‘না আমরা নিরাপত্তা শঙ্কা-হুমকি নিয়ে কোনো মন্তব্য করব, না আমরা জানাতে চাই স্কোয়াডের দেশে ফেরানোর প্রক্রিয়া।’ গতকালই পাকিস্তান ছাড়ার কথা কিউইদের।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য এই ঘটনা বিশাল এক ধাক্কা। তাদের প্রতি সম্মান জানিয়েই এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘আমি বুঝতে পারছি এটা বড় আঘাত পিসিবির, যারা দারুণ অতিথিসেবক। কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে। আমরা বিশ্বাস করি, এটাই (সিরিজ স্থগিত) একমাত্র দায়িত্বশীল বিকল্প।’
পিসিবি জানিয়েছে, ‘আমাদের নিরাপত্তা ব্যবস্থায় নিউজিল্যান্ড দলের নিরাপত্তার সাথে জড়িত কর্তাব্যক্তিরা সন্তুষ্ট ছিলেন। প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডর্নের সাথে। কিন্তু শেষ মুহূর্তে এসে বেঁকে বসেছে নিউজিল্যান্ড দল। যদিও পাকিস্তান ও বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার ব্যাপার শেষ মিনিটে এসে এটা স্থগিত হয়ে গেল।’


আরো সংবাদ



premium cement
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২

সকল