২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নিউজিল্যান্ডের সমালোচনায় সাবেকরা

-

খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করার পর ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সাবেক-বর্তমান ক্রিকেটাররা মন্তব্য করছেন নানাভাবে। সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার জেসন গিলেস্পিতো ধুয়ো দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটকে।
গতকাল সফর বাতিল হওয়ার সাথে সাথে দু’টি টুইট করেন গিলেস্পি। তিনি লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য আমরা সবাই হতাশ, এটা খেলোয়াড় এবং সমর্থকরা। একটি অসাধারণ ক্রিকেট দেশ, যা দীর্ঘ দিন ধরে ধারাবাহিকভাবে শীর্ষ স্তরের ক্রিকেট থেকে বঞ্চিত হয়েছে। আশা করি দেশের পরিস্থিতির দ্রুত উন্নতি হবে!’
সাবেক অজি আরো লিখেছেন, ‘নিউজিল্যান্ডের উচিত হয়নি এভাবে হালকা সিদ্ধান্তে পাকিস্তান সফর বাতিল করা। তারা বারবার দেখিয়েছে যে তারা আমাদের দুর্দান্ত খেলাটি (ক্রিকেট) প্রচার এবং খেলার জন্য ভূমিকা পালন করতে ইচ্ছুক। তাই আমি এটা সঠিক মনে করি না। (নিউজিল্যান্ডের) তাদের সমালোচনা করুন।’
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্য জগতে পরিচিত মুখ ড্যানি মরিসন বলেছেন, ‘খুবই দুঃখজনক! জানি না, যা ঘটেছে তা যথেষ্ট কি না? কিন্তু সত্যি পাকিস্তানে ঘুরতে ভালোবাসি। শেষের দিকে খেলার সময়ে সেখানকার সবার হাতের স্পর্শ অনুভব করি।’
সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ড্যারেন সামি বলেছেন, ‘নিউজিল্যান্ড নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর বাতিল করা হতাশাজনক। গত ছয় বছরে খেলার জন্য এবং পাকিস্তান ভ্রমণের খুব উপভোগ্য অভিজ্ঞতা আছে। আমি সব সময় নিরাপদ অনুভব করেছি। (নিউজিল্যান্ড ইস্যু) এটি পাকিস্তানের জন্য বড় ধরনে আঘাত।’
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেছেন, ‘পাকিস্তানকে খুন করেছে নিউজিল্যান্ড।’ পাকিস্তান অধিনায়ক বাবার আজম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আকস্মিক সিরিজ স্থগিতাদেশ অত্যন্ত হতাশর, যা পাকিস্তানের কোটি কোটি ক্রিকেট ভক্তের হাসি ফিরিয়ে আনতে পারত। আমাদের নিরাপত্তা সংস্থার সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতার ওপর পূর্ণ আস্থা রয়েছে। তারা আমাদের গর্ব এবং সর্বদা থাকবে! অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার মাইক হেইসম্যান, ইংলিশ ক্রিকেটর মাইকেল ভন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আফিজ, গ্র্যান্ট এলিয়টসহ অনেকেই হাতাশা প্রকাশ করেছেন।


আরো সংবাদ



premium cement