২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাফে জামালের টার্গেট ১০ পয়েন্ট

-

ক্যারিয়ারে চতুর্থবারের মতো সাফ ফুটবল খেলতে যাচ্ছেন জামাল ভূঁইয়া। আগের তিন সাফের একটিতেও সেমিতে খেলতে পারেনি বাংলাদেশ। গ্রুপ লিগের পরিবর্তে এবার সিঙ্গেল লিগের সাফ। ১-১৬ অক্টোবর মালদ্বীপের মালেতে অনুষ্ঠিতব্য এই আসরে বাংলদেশের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন অধিনায়ক জামাল। আর এ জন্য লিগ পর্ব থেকে ১০ পয়েন্ট পাওয়ার টার্গেট সাইফ স্পোর্টিংয়ের এই ডেনমার্ক প্রবাসী ফুটবলার।
গতকাল বসুন্ধরা কিংসের বিপক্ষে লিগের ম্যাচ শেষে এই মিডফিল্ডারের বক্তব্য, ‘সিঙ্গেল লিগের সাফেও বাংলদেশের ট্রফি জেতার সুযোগ আছে। তবে আমরা এগোতে চাই ম্যাচ বাই ম্যাচ। এড়াতে হবে পরাজয়।’ জানান, সাফে যদি আমরা ১০ পয়েন্ট পাই লিগ পর্বে তাহলে ফাইনালে খেলতে পারব। সেটি সম্ভবও। কিরগিজস্তান সফর সম্পর্কে সাইফের অধিনায়কের অভিমত, সেখানে আমরা ফিলিস্তিন ও কিরগিজস্তানের মতো র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলেছি। তাই ভালো প্রস্তুতি হয়েছে। তবে কোচ যে ৩-৪-৩ ফরমেশনে খেলিয়েছেন তা কাজে লাগেনি। যে জন্য আগের ফরমেশনেই ফিরে যেতে হবে। সাথে কোচের প্রতি তার পরামর্শ তাড়াতাড়ি ক্যাম্প শুরু করার।
নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশী নাগরিক এলিটা কিংসলেকে পেলে দলের ফরোয়ার্ড লাইন শক্তিশালী হবে বলে উল্লেখ করেন জামাল। তার মতে, ‘ফরোয়ার্ড লাইনে বল ধরে রাখতে পারে সে। যে গুণ অন্য বাংলাদেশী স্ট্রাইকারদের নেই। জামালের আশাবাদ, সাফে র্যাংকিংয়ে ১৪০ থেকে ১৯০ এর মধ্যে থাকা দলগুলোর বিপক্ষে ভালো করা সম্ভব বাংলাদেশের। কারণ কিরগিজস্তানে বাংলাদেশ ৮০ র্যাংকিং উপরে থাকা দলের বিপক্ষে খেলেছে।’ তবে স্বাগতিক মালদ্বীপ দল সম্পর্কে অবগত নন বলে জানান।


আরো সংবাদ



premium cement
চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি

সকল