১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

১০ বছর পর কমলাপুরে বিপিএল

উত্তর বারিধারা ৩:৪ চট্টগ্রাম আবাহনী; ব্রাদার্স ০:২ রহমতগঞ্জ
-

টার্ফের মাঠে প্রিমিয়ার লিগ খেলতে ঘোর আপত্তি ক্লাবগুলোর। অবশ্য ভুটান, তাজিকিস্তানে গেলে বাংলাদেশ দলকে টার্ফেই খেলতে হয়। গতকাল থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কমলাপুর স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফে এই প্রথম বিপিএল হলেও এই স্টেডিয়ামের ঘাসের মাঠে এর আগে ২০১১ সালে হয়েছিল প্রিমিয়ার লিগ। তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন অনুষ্ঠানের জন্য সংস্কারকাজ চলছিল।
কাল কমলাপুরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে চট্টগ্রাম আবাহনী চার-তিন গোলে হারায় উত্তর বারিধারাকে। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে ২-০ গোলের জয় পায় রহমতগঞ্জ। বারিধারার বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর ব্রাজিলিয়ান নিক্সন দু’টি এবং নাইজেরিয়ান ম্যাথু চিনেডো এক গোল করেন। অপর গোল আত্মঘাতী। নিক্সনের দুই গোল ২১ ও ৪১ মিনিটে। ৫০ মিনিটে চিনেডোর গোলটি ছিল আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে দারুণ প্লেসিং শটে। ৫৯ মিনিটে বন্দরনগরীর দলটির চতুর্থ গোল আত্মঘাতী। ১০ মিনিটে এভগেনি কচনেভের পেনাল্টি শটে লিড উত্তর বারিধারার। এরপর এক-চার গোলে পিছিয়ে থাকা দলটি স্কোর চার-তিন করে ৬৭ মিনিটে সুমন রেজা এবং ৮০ মিনিটে মারুফের গোলে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে ৪৯ মিনিটে রহমতগঞ্জের আইভোরিকোস্টের ক্রিস্ট রেমি এবং ইনজুরি টাইমে (৯৩ মিনিট) নাইজেরিয়ান ফেলিক্স ওডিলি গোল করেন।
আজ কমলাপুরে শেখ রাসেলের প্রতিপক্ষ আরামাবগ। বঙ্গবন্ধুতে খেলবে বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা।

 


আরো সংবাদ



premium cement