১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

কন্ডিশনকে বিশ্বকাপে কাজে লাগাতে চাই : টার্নার

-

বাংলাদেশের মাটিতে টি-২০ সিরিজে স্পিনাররা কিছুটা হলেও সুবিধা পাবেন, সেটা মাথায় রেখেই এসেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরেও স্পিন বেশ ভালোই ভূমিকা রেখেছিল। স্পিনসহায়ক উইকেট পেয়ে সফরকারি স্পিনাররাও বেশ রোমাঞ্চিত। ওয়েস্ট ইন্ডিজে সাফল্য পেয়েছেন, এবার বাংলাদেশেও তেমন কিছু করে দেখাতে চান টার্নার। ওয়েস্ট ইন্ডিজে দুই ওয়ানডেতে ১৪ ওভার বোলিং করে ২ উইকেট নিয়েছেন।
জানান, আমি রোমাঞ্চিত, প্রথমবার বাংলাদেশে এসেছি। ওয়েস্ট ইন্ডিজেও প্রথমবার সফর করে এলাম। এখানে যারা আগে খেলেছে, তাদের সাথে কথা বলে যা বুঝলাম, ওয়েস্ট ইন্ডিজে যেসব উইকেটে খেলেছি, এখানে তেমনটিই হবে।
টার্নারের মতে, ব্যাটিংয়ের সাথে যদি অফ স্পিনটাও কাজে আসে, তাহলে হয়তো টিকে যাবেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের বিশ্বকাপ পরিকল্পনায়। এখন এমন অনেক উইকেটেই খেলতে হবে, যেখানে স্পিন ধরে। ব্যাটসম্যান হিসেবেও কিছু স্পিনারের মুখোমুখি হতে হবে। সবমিলিয়ে বিশ্বকাপেরই প্রস্তুতি।


আরো সংবাদ



premium cement