২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চমকে দিলেন মারিয়া জোসে

-

কে হবেন টোকিও অলিম্পিক গেমসের দ্রুততম মানবী তা চূড়ান্ত হবে আজ। এতে ফেবারিট বিশ্ব চ্যাম্পিয়ন জ্যামাইকার শেলী অ্যান ফেচার। গতকাল মহিলাদের ১০০ মিটারের হিটে তিনি যথারীতি উতরে গেছেন। হিটে সমস্যা হয়নি বর্তমান অলিম্পিক সেরা জ্যামাইকারই এলানে থমসন হেরাথেরও। থমসন ১০.৮২ সেকেন্ড সময় নিয়ে এবং ফেচার ১০.৮৪ সেকেন্ড দৌড় শেষ করেন। তবে তাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আইভোরিকোস্টের মারিয়া জোসে তা লউ। তিনি হিটে নিজের সেরা ১০.৭৮ সেকেন্ড সময় নেন। এই পারফরম্যান্স আজ ধরে রাখতে পারলে তার দখলেই যাবে দ্রুততম মানবীর খেতাব। এই টাইমিংয়ের পর মারিয়া জোসে বলেন, ‘আমি নিজেই বিস্মিত। তবে আমি এখন প্রস্তুত ফাইনালের জন্য।’ আর থমসনের মতে, অনেক অ্যাথলেট এখন উঠে আসছে।


আরো সংবাদ



premium cement