২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কে হবেন বোল্টের উত্তরসূরি ষ

-

আগামীকাল থেকে শুরু অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ১০০ মিটার স্প্রিন্টের হিট। এরপর সেমিফাইনাল ও ফাইনাল। ২০০৮ সালের পর থেকে এই ইভেন্টে শ্রেষ্ঠত্ব ছিল জ্যামাইকার উসাইন বোল্টের দখলে। ২০১৬ রিও অলিম্পিক গেমসে দ্রুততম মানব হয়েই তার অবসরে যাওয়া। এখন কে হবেন টোকিওকে বিশ্বের দ্রুততম মানব। ৯.৫৮ সেকেন্ডে দৌড়ে এখন পর্যন্ত ১০০ মিটারের বিশ্ব রেকর্ড নিজের দখলে রেখেছেন। তবে এবার তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন ট্রেভন বোরমেল, আকানি সিম্বিনি ও রুনি বাকের। ট্রেভন ৯.৭৭ সেকেন্ডে দৌড়েছেন এবার। সিম্বিনির সেরা টাইমিং ৯.৮৪ সেকেন্ড। রোববার দেখা যাবে কে হতে যাচ্ছেন অলিম্পিকে নতুন দ্রুততম মানব।


আরো সংবাদ



premium cement