২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সান মেরিনোর প্রথম পদক

-

রোডস আইল্যান্ডের পাঁচ ভাগেরই এক ভাগের কম আয়তন সান মেরিনোর। জনসংখ্যা পাঁচ হাজারেরও কম; যা লোয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চেয়েও কম। দেশটির চার পাশ ঘিরে আছে ইতালি। সেই দেশই জিতে নিয়েছে এবারের টোকিও অলিম্পিকে পদক। মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে দেশটিকে ব্রোঞ্জ এনে দিন আলেসান্দ্রা পেরিল্লি। ফলে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। দেশটি এই পর্যন্ত ২৪ বার অলিম্পিকে অংশ নিয়েছে। তবে পেরিল্লির এটি তৃতীয়বারের মতো অলিম্পিকে খেলা। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে টাইব্রেকারে হেরে তৃতীয় হওয়া থেকে বঞ্চিত হন। রিও অলিম্পিকে অবশ্য শুরুতেই বাদ পড়া এই ৩৩ বছর বয়সী শুটারের। অবশ্য তিনিই এবারের অলিম্পিকে বিস্ময়জাগানিয়া প্রথম পদক জয়ী নন। বারমুডা হলো বিশ্বের সবচেয়ে ছোট দেশ, যারা স্বর্ণ জয় করল অলিম্পিকে।

 


আরো সংবাদ



premium cement