২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আলাস্কা কন্যার স্বর্ণ জয়

-

হিটে অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন তাতিয়ানা শুনমেকার। লিডিয়া জ্যাকোবি সেখানে ছিলেন দ্বিতীয়। পদকের লড়াইয়ে ছিলেন বিশ্ব রেকর্ডধারী সাঁতারুও। কিন্তু চমক উপহার দিয়ে টোকিও অলিম্পিকের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেরা হয়ে গেলেন যুক্তরাষ্ট্রের জ্যাকোবিই। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে গতকাল ১ মিনিট ০৪ দশমিক ৯৫ সেকেন্ড টাইমিং করে সোনা জেতেন জ্যাকোবি। ১৭ বছর বয়সী এই সাঁতারু হিটে সময় নিয়েছিলেন ১ মিনিট ০৫ দশমিক ৫২ সেকেন্ডে। এ জয়ে দারুণ এক কীর্তিও গড়েন জ্যাকোবি। আলাস্কা থেকে উঠে আসা প্রথম সাঁতারু হিসেবে সোনা জিতলেন এই তরুণী।

 


আরো সংবাদ



premium cement