২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আমিই ক্রিকেট বস : গেইল

-

ক্রিস গেইলের বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়াকে তৃতীয় টি-২০-এ ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে দুই ম্যাচ হাতে রেখেই ৫ ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে অজিরা। জবাবে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৪.৫ ওভারে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা।
এই বছরে ডাক পাওয়ার পর থেকে বড্ড ম্লান ছিলেন গেইল। ৯ ইনিংসে সংগ্রহটাও ছিল নামের সাথে বেমানান-১০২। কিন্তু সেন্ট লুসিয়ায় সেই খরা কাটাতে এমনই এক ইনিংস খেললেন। তাতে ইতিহাস গড়ে টি-২০-এ প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েছেন অনন্য কীর্তি। ১৪ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন ৩৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে। ছক্কা বৃষ্টির ম্যাচে চারটি চারের সাথে সাতটি ছয় হাঁকান তিনি।
টি-২০ ক্রিকেটে অপ্রতিরোধ্য নাম ক্রিস গেইল। এ জন্য ব্যাটে ‘ইউনিভার্স বস’ স্টিকার লাগিয়ে মাঠে নামতেন। কিন্তু এখন তার ব্যাটে স্টিকারে থাকে শুধু ‘দ্য বস’। ম্যাচ শেষে এর পেছনের কারণ জানতে চাইলে গেইল বলেন, এখানে শুধু লেখা ‘দ্য বস’। আসলে তো এটা ‘ইউনিভার্স বস’। তবে আইসিসি চায় না আমি ইউনিভার্স বস ব্যবহার করি।

 


আরো সংবাদ



premium cement