২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রোনালদোদের বোতল সরাতে উয়েফার না

-

ঘটনার শুরুটা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সংবাদ সম্মেলনে এসে টেবিল থেকে সরিয়ে নিয়েছিলেন কোকাকোলার বোতল। তার পথ ধরে এরপর পল পগবা বিয়ারের বোতল ও ইতালির লোকাতেল্লি কাফের বোতল সরিয়ে ফেলে টেবিল থেকে। এভাবে ইউরোর স্পন্সরদের বোতল সরানো শুরু করলে ভাবনায় পড়তে বাধ্য হয় উয়েফা। কারণ এই স্পন্সরদের কাছ থেকেই আসে ইউরোর মূল রাজস্ব। তাই অংশ নেয়া ২৪টি দলকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে, কৌশলগতভাবে রাখা এসব বোতল সরানো ফুটবলারদের বন্ধ করতে হবে। এরই মধ্যে দলগুলোর সাথে যোগাযোগ করেছেন টুর্নামেন্ট ডিরেক্টর মার্টিন ক্যালেন।


আরো সংবাদ



premium cement