২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ড্রয়ে শুরু স্পেনের, জয় স্লোভাকিয়ার

-

পুরো ম্যাচে ৮৬ শতাংশ বল স্প্যানিশ তার পায়ে। এমন আধিপত্য বজায় রেখেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হয়নি স্পেনের। সুইডেনের সাথে গোলশূন্য ড্র করে ইউরো মিশন শুরু করেছে সাবেক চ্যাম্পিয়নরা। তবে সোমবার রাতে ‘ই’ গ্রুপের অপর ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে জয়ে যাত্রা শুরু করেছে স্লোভাকিয়া। ওজিচেক সেজেসনির আত্মঘাতী গোলে স্লোভাকিয়া যাওয়ার পর কারল লিনেত্তি পোল্যান্ডকে সমতায় আনেন। মিলান স্ক্রিনিয়ার গোলে জয় নিশ্চিত করে ডার্ক গ্রিন।
সেভিয়ার মাঠ এস্তাদিও দি লা কার্তুজায় সুইডেনের বিরুদ্ধে পুরো ম্যাচে বেশ ক’টি গোলের সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় পূর্ণতা পায়নি কোনো আক্রমণ। পুরো ম্যাচে স্প্যানিয়ার্ডদের পাস সংখ্যা ৯১৭, অন্যদিকে সুইডিশদের পাস মাত্র ১৬২! শতকরা ৮৬ ভাগ বল ছিল স্বাগতিকদের পায়ে। সেখানে সুইডেনের পায়ে বল ছিল মাত্র ১৪ শতাংশ। ১৭টি শটের মধ্যে স্পেনের ৫টি শট ছিল লক্ষ্যে। ৪টির মধ্যে সুইডেনের একটি শট ছিল লক্ষ্যে। স্পেন কর্নার পেয়েছিল ৬টি, সুইডেন একটি। সব দিক থেকে এগিয়ে গিয়েও গোল না পাওয়ার হতাশায় মাঠ ছাড়ে স্পেন। তবে বিশ্বচ্যাম্পিয়নদের রুখতে পেরে খুশি সুইডিশ শিবির।


আরো সংবাদ



premium cement