২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বাংলাদেশের বিপক্ষে বাদ ফার্নান্দো

-

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ফিটনেস টেস্টে উতরাতে না পেরে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেলেন অভিস্কা ফার্নান্দো। আভিস্কা ফার্নান্দো সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত বছর মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার। চোটে পড়া ফার্নান্দো সেরে উঠে লিস্ট-এ ক্রিকেট খেলেছেন গত মাসেও। কিন্তু বাংলাদেশ সফরে আসার আগে তিনি ফিটনেস টেস্টে পাস করতে পারেননি। লঙ্কান গণমাধ্যম দ্য প্যাপার জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ফিটনেসের পরীক্ষা দিয়েছিলেন ফার্নান্দো। এই পরীক্ষায় উতরাতে না পারায় বাদ পড়েছেন ১৮ সদস্যের দল থেকে। দলটির নিয়মিত অধিনায়ক দিমুথ করুণারতেœকেও সরিয়ে দেয়ার কথা জানাচ্ছে গণমাধ্যমগুলো। তার পরিবর্তে বাংলাদেশ সফরে নেতৃত্ব দিতে পারেন কুশল পেরেরা। দল থেকে বাদ পড়তে পারেন অভিজ্ঞ অল-রাউন্ডার এঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্ডিমাল।
এ দিকে বাংলাদেশ সফরের আগে শ্রীলঙ্কা শিবিরে হানা দিয়েছে করোনা। কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন প্রাথমিক দলে থাকা দুই ক্রিকেটার। প্রস্তুতি ক্যাম্পে নিয়মিত করোনা পরীক্ষায় অলরাউন্ডার ধনঞ্জয়া লাকশান ও ইশান জয়ারতেœ পজিটিভ হন। এর আগে আক্রান্ত হওয়া পেসার শিরান ফার্নান্দো কোয়ারেন্টিন শেষে অনুশীলনে যোগ দিয়েছিলেন গত রোববার। ধারণা করা হচ্ছে, তার সংস্পর্শে আসাতেই এই দু’জন ক্রিকেটার নতুন করে আক্রান্ত হন। বাংলাদেশ সফরের আরো পাঁচ দিন বাকি। পরীক্ষায় নেগেটিভ হলে সফরের জন্য বিবেচনায় আসতে পারেন ধনাঞ্জয়া ও ঈশান।


আরো সংবাদ



premium cement

সকল