২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ওয়াইল্ড কার্ড কি পাবেন মাবিয়া?

-

২০১৬ এর রিও অলিম্পিক গেমসে বাংলাদেশের সাত ক্রীড়াবিদ অংশ নেন। এর মধ্যে একমাত্র গলফার সিদ্দিকুর রহমান ছাড়া বাকি ছয়জন ব্রাজিল গিয়েছিলেন ওয়াইল্ড কার্ড পেয়ে। ২৪ জুলাই থেকে টোকিওতে শুরু হওয়া অলিম্পিক গেমসে বাংলাদেশের কত জন ওয়াইল্ড কার্ড পাবেন তা এখনো নিশ্চিত হয়নি। আগামী সাপ্তাহে তা চূড়ান্ত হতে পারে। অবশ্য ইতোমধ্যে সাঁতারু জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলামের ওয়াইল্ড কার্ড পাওয়া নিশ্চিত হয়েছে। বাকি আছে অ্যাথলেটিক্স, শ্যুটিং, আরচারি। আরচার রোমান সানা সরাসরি কোয়ালিফাই করায় একজন মেয়ের আরচারের ওয়াইল্ড কার্ড পাওয়ার চান্স আছে। আর কোয়ালিফাই করলে ভিন্ন কথা। তবে দুই এস এ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্তের ওয়াইল্ড কার্ড পাওয়া এখন নিশ্চিত নয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়শন (বিওএ) সূত্র বলছে, কোনো সম্ভাবনা নেই মাবিয়াসহ বক্সার রবিন মিয়া এবং কারাতেকা হুমায়রা অন্তরার ওয়াইল্ড কার্ড পাওয়ার।
তবে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন এখনো স্বপ্ন দেখছে মাবিয়ার ওয়াইল্ড পাওয়ার বিষয়ে। ফেডারেশনের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, ‘আমরা খুব আশাবাদী মাবিয়ার টোকিও অলিম্পিকে অংশ নেয়ার বিষয়ে। আগামী মাসে ওয়ার্ল্ড ভারোত্তোলন ফেডারেশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। তারাই নেবে সিদ্ধান্ত।’ তিনি যোগ করেন, সারা বিশ্ব থেকে ১০ জন ভারোত্তোলক ওয়াইল্ড কার্ড পাবেন। এশিয়া থেকে দুইজন। এই দুইজনের মধ্যে মাবিয়া পাবেন কি না আমরা সে অপেক্ষায়। তবে আমরা সব শর্ত পূরণ করেছি। যোগাযোগও করে রেখেছি। ফ্লাইট জটিলতায় সদ্যসমাপ্ত উজবেকিস্তানের এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছাড়া মাবিয়া বাকি সব আসরে অংশ নিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত

সকল