১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

থাকছে না ফিল্ডিং ও বোলিং কোচ

-

শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং কোচ রায়ান কুক ও বোলিং কোচ ওটিস গিবসনকে পাচ্ছে না তামিম ইকবালরা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন রায়ান কুক। এত দিন দলের সাথে থাকলেও আজ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন প্রোটিয়া এই কোচ। আর শ্রীলঙ্কা থাকতেই ছুটি নিয়েছেন গিবসন।
শ্রীলঙ্কা থেকে রায়ানের ঢাকা আসার কথা ছিল না। কলম্বো থেকে ওঠার কথা ছিল জোহানেসবার্গের বিমানে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। সেই কোয়ারেন্টিন ঝামেলা এড়ানোর কারণে ঢাকায় ফিরে আসেন। আর এখন সন্তানসম্ভবা স্ত্রীর কারণে যেতে চাইছেন ঢাকা ছেড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। ‘কুকের সন্তানসম্ভবা স্ত্রী জটিল কিছু রোগে ভুগছেন। এই সময় স্ত্রীর পাশে থাকাটা জরুরি বলেই তাকে দেশে যেতে হচ্ছে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তার ছুটি মঞ্জুর করেছি।’
এর আগে ছুটি নিয়েছেন বোলিং কোচ ওটিস গিবসন। তিনি শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষেই ইংল্যান্ডে চলে গেছেন। জুনে জিম্বাবুয়ে সফরের সময় তার দলের সাথে যোগ দেয়ার কথা। ওই সিরিজে দেখা যাবে ফিল্ডিং কোচ কুককেও।


আরো সংবাদ



premium cement