১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

তিন পাকিস্তানি বোলারের ৫ উইকেট

-

হারারেতে আধিপত্য দেখিয়ে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জিতেছিল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও একই পুনরাবৃত্তি করে দেখালো সফরকারীরা। শেষ টেস্ট পাকিস্তান জিতেছে এক ইনিংস ও ১৪৭ রানে। ফলে দুই টেস্টের সিরিজ ২-০তে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে জিম্বাবুয়ে। আগের দিনই বোঝা গিয়েছিল টেস্টের চতুর্থ দিন কী হতে যাচ্ছে। খালি দেখার ছিল জিম্বাবুয়ের প্রতিরোধ কতক্ষণ টেকে। গতকাল স্বাগতিকদের শেষ জুটি মাত্র ৫ ওভারই টিকতে পেরেছিল। শাহীন আফ্রিদি ফলোঅনে পড়ে যাওয়া জিম্বাবুয়ের শেষ উইকেটটি তুলে নিলে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৩১ রানে।
অবশ্য এর আগে ভালোই প্রতিরোধ দেয়ার চেষ্টা করেছিলেন পেসার বলে পরিচিত লুক লংওয়ে। ৭০ বলে ৩৭ রান করা এই জিম্বাবুইয়ানকে গ্লাভসবন্দী করান শাহিন। তাতেই এই টেস্টের তৃতীয় বোলার হিসেবে ৫ উইকেট পেয়েছেন তিনি। শাহিনের এই অর্জনে অনন্য এক কীর্তিও গড়েছে পাকিস্তান। এই প্রথম কোনো টেস্টে পাকিস্তানের তিন বোলার নিয়েছেন ৫ উইকেট। টেস্টে এ নিয়ে হলো ষষ্ঠবার। ম্যাচসেরা হয়েছেন আবিদ আলী। এই ডাবল সেঞ্চুরিয়ানের (২১৫ অপরাজিত) কারণে রানের পাহাড়ে জিম্বাবুয়েকে পিষ্ট করতে পেরেছে পাকিস্তান। সিরিজ সেরা হয়েছেন, পুরো সিরিজে অসাধারণ বোলিং করা হাসান আলী।

 


আরো সংবাদ



premium cement