২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

টানা নবম শিরোপা বায়ার্নের

-

বুন্দোসলিগায় অপ্রিরোধ্য এক নাম বায়ার্ন মিউনিখ। টানা নয় মৌসুম রাজার আসনে বসে আছে দলটি। এই তো শনিবার রাতে মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হওয়ার খবর। কারণ আরেক ম্যাচে হেরে বসে লাইপজিগ। এরপর দারুণ এক জয়ে গোল বন্যায় হলো শিরোপা উৎসব। রবের্ত লেভানদোস্কির হ্যাটট্রিকে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে উড়িয়ে দিলো বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি ৬-০ গোলে জিতেছে স্বাগতিকরা। তাদের বাকি তিন গোলদাতা টমাস মুলার, কিংসলে কোম্যান ও লেরয় সানে।
দিনের প্রথম ম্যাচে আরবি লাইপজিগ হেরে যাওয়ায় শিরোপা ধরে রাখার আনন্দে মাঠে নামে বায়ার্ন। টানা নবম ও সব মিলিয়ে রেকর্ড ৩১ বার জার্মানির শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হলো মিউনিখের দলটি।
গত জানুয়ারিতে প্রথম দেখায় মনশেনগ্লাডবাখের মাঠে শুরুতে দুই গোলে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছিল বায়ার্ন। সেই প্রতিপক্ষকে এবার গোল বন্যায় ভাসাল হ্যান্স ফ্লিকের দল।
এবারের লিগে লেভানদোস্কির গোল হলো ৩৯টি। বাকি দুই ম্যাচে আর এক গোল করলে পোলিশ তারকা স্পর্শ করবেন বুন্দেসলিগায় জার্ড মুলারের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৯৭১-৭২ মৌসুমে ৪০ গোল করেছিলেন জার্মান কিংবদন্তি।
৩২ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭৪। দিনের প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ৩-২ গোলে হারা লাইপজিগের পয়েন্ট ৬৪। ৪ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে ভলফসবুর্ক। চার নম্বরে বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫৮।

 


আরো সংবাদ



premium cement