২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সাকিবদের কোয়ারেন্টিন কমানোর চেষ্টা

-

ভারত থেকে ফিরে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হবে ২০ মে। কিন্তু দুই সপ্তাহ মাঠের বাইরে থেকে ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা খুব কঠিন। ফলে সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টিন কমানোর জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাতে আশা দেখছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে গতকাল সাকিবের ফল নেগেটিভ এসেছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, অতি ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ভারত থেকে কোনো যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না। আর এলেও তাদের কঠোর কোয়েরেন্টিন মেনে চলতে হবে। এ জন্য সাকিব-মোস্তাফিজ আইপিএল থেকে দেশে ফেরার আগ থেকেই স্বাস্থ্য অধিদফতরের সাথে তাদের কোয়ারেন্টিন কমানো নিয়ে আলোচনা করে আসছিল বিসিবি। যদিও লাভ হয়নি। স্বাস্থ্য অধিদফতর ‘না’ করে দিয়েছেন বিসিবিকে। দুই ক্রিকেটারকে ১৪ দিনই থাকতে হবে কোয়ারেন্টিনে।
বিসিবি অবশ্য এখনো জোর চেষ্টা চালাচ্ছে কোয়ারেন্টিন কমানোর। এ ব্যাপারে আজ গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘একটা জিনিসে আমরা কনফিউজড হয়ে আছি সবাই। এখানে এটা কোনো স্পেশাল বা প্রিভিলাইজডের বিষয় না। আন্তর্জাতিক ক্রিকেট বা বিশ্বের খেলাধুলাতে আলাদা প্রটোকোল আছে। আমাদের দেশের যে প্রটোকোল আছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য। ক্রীড়াবিদদের জন্য প্রটোকল কিন্তু পুরোপুরি ভিন্ন।’
উদহারণ দিতে গিয়ে প্রধান নির্বাহী বলেছেন, ‘সাধারণ যাত্রীরা যাত্রীবাহী বিমানে আসছেন। তারা একটা টেস্ট নেগেটিভ দিয়ে আসছেন। সরকারের প্রটোকল মেইন্টেইন করছেন। সে ক্ষেত্রে আর কোনো টেস্টেও যাচ্ছেন না। কিন্তু আমাদের স্পোর্টস ইভেন্টে যারা অংশগ্রহণকারী হন, তারা কিন্তু নির্দিষ্ট প্রটোকল মেনে আসতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরীক্ষা তাদের করতে হয়। টেস্টে নেগেটিভ হলেই অংশ নিতে পারে।’
সাকিব-মোস্তাফিজের ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিন করার কথা থাকলেও এ ব্যাপারে ‘নমনীয়’ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুইবার ক্রিকেটারদের রিপোর্ট নেগেটিভ হলেই কোয়ারেন্টিন থেকে মুক্ত হতে পারবেন ভারত ফেরত দুই ক্রিকেটার। বিসিবির প্রধান নির্বাহীর বক্তব্য, ‘আমরা ওদের কোয়ারেন্টিনের সময় কমানোর চেষ্টা করছি। একটা সবুজ সঙ্কেত পেয়েছি। তাদের দুটি রিপোর্ট নেগেটিভ এলেই তারা অনুশীলনে যোগ দিতে পারবে।’
সাকিবের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও অপেক্ষায় আছেন মোস্তাফিজ। আজ মোস্তাফিজের কোভিড পরীক্ষার ফল আসবে।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল