২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আবিদের ডাবল সেঞ্চুরি ধুঁকছে জিম্বাবুয়ে

-

প্রথম দিন শতক করার পর দ্বিতীয় দিন সেটিকে ডাবলে রূপান্তর করেন আবিদ আলী। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছেন ক্যারিয়ারে ‘প্রথম’ ডাবল সেঞ্চুরি। এক আলি প্রথম নামক কিছু পেলেও আরেক আলি অল্পের জন্য মিস করেছেন এমন কিছু। আবিদ আলীর আনন্দের দিনটা আক্ষেপের ছিল ৯ নম্বর ব্যাটসম্যান নুমান আলীর জন্য। মাত্র ৩ রানের জন্য দেখা হলো না টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির সাথে। ৯৭ রানে টেন্ডাই চিজোরোর বলে উইকেটকিপার রেগিস চাকাভার স্ট্যাম্পিংয়ের শিকার হন অনাকাক্সিক্ষতভাবে। তার আউটের পর প্রথম ইনিংস ঘোষণা দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৮ উইকেটে ৫১০ রান করে ডিক্লেয়ার দেয় সফরকারীরা। ২১৫ রানে অপরাজিত থাকেন ওপেনার আবিদ আলী। জবাবে ব্যাট করতে নেমে গতকাল দ্বিতীয় দিন শেষে ৫২ রানে ৪ উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে গেছে জিম্বাবুয়ে।


আরো সংবাদ



premium cement

সকল