২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বসুন্ধরা কিংসের জন্য সুখবর

-

১৪ মে থেকে এএফসি কাপের ডি গ্রুপের খেলা শুরু হওয়া নিয়ে সংশয় রয়েছে। গোল ডট কম উল্লেখ করেছে দেশে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় মালদ্বীপ এএফসির কাছে আবেদন করেছে খেলাটি স্থগিত করার জন্য। তবে এ বিষয়ে এএফসি কিছুই জানায়নি বসুন্ধরা কিংসসহ অংশ নেয়া অপর দলগুলোকে। তাই আগামীকাল রাতে মালদ্বীপের উদ্দেশে রওনা হচ্ছে বসুন্ধরা কিংস। অবশ্য খেলা পেছানো হবে না এমন সুর এএফসির। এখনো বাংলাদেশী পাসপোর্ট না পাওয়ায় নাইজেরিয়ান এলিটা কিংসলে এবং চতুর্থ গোলরক্ষক মেহেদী ছাড়া অন্য সব ফুটবলারকে নিয়ে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। তা করোনায় কোনো ফুটবলার বাদ গেলে সে ধাক্কা সামলানোর প্রস্তুতি হিসেবেই। আজ দলের সদস্যদের করোনা টেস্ট।
এ দিকে আসরে বসুন্ধরা কিংসের অন্যতম শক্ত প্রতিপক্ষ ভারতের মোহানবাগান তাদের পূর্ণ শক্তি নিয়ে যেতে পারছে না মালদ্বীপে। কোচ এন্থনিও হাবাস ও তার কোচিং স্টাফের সাথে ফিজির ফুটবলার রয় কৃষ্ণা ও অস্ট্রেলিয়ান ডেভিড উইলিয়ামস সম্ভবত মিস করছেন এএফসি কাপের ‘ডি’ গ্রুপেরর ম্যাচ। ফিজিতে চলছে লকডাউন। আর ভারতের সাথে ফ্লাইট বন্ধ অস্ট্রেলিয়ার। এমনকি মোহানবাগানের ভারতীয় ফুটবলার অরিন্দম ভট্টাচার্য্যরেও যাওয়া হচ্ছে না মালেতে। তার মা করোনা আক্রান্ত হওয়ায় তার চিকিৎসায় পাশে থাকতে হচ্ছে তাকে। ২০ মে মোহানবাগানের সাথে শেষ ম্যাচ বসুন্ধরা কিংসের।

 


আরো সংবাদ



premium cement