২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিসিবির বোনাস নিয়ে অনিয়মের অভিযোগ

-

গত বছরও করোনাকালে খেলোয়াড়দের সাহায্য সহযোগিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারো ব্যতিক্রম নয়। দ্বিতীয় করোনা ঢেউয়ে আর্থিক সাহায্য হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদের দুই কোটি টাকা দিয়েছে বিসিবি। অথচ যাদের জন্য এই সহায়তা তারাই ঠিকমতো টাকা হাতে পাচ্ছেন না। নয় ছয় করে বণ্টন হচ্ছে অর্থকড়ি। অনেকের অভিযোগ রক্ষক যদি ভক্ষক সেজে যান তাহলে ক্রিকেটাররা তো বঞ্চিত হবেন-ই।
ক্রিকেটারদের জন্য বিসিবির বরাদ্দের টাকা নিয়ে নানা অভিযোগ উঠেছে। গত বছর দেয়া ঈদের টাকা পাননি অনেক ক্রিকেটারই। মোহাম্মদপুর ক্রিকেট অ্যাকাডেমিসহ আরো কয়েকটি ক্লাবের প্রথম ও তৃতীয় বিভাগের কয়েকজন ক্রিকেটারের অভিযোগ, তারা গত বছরও টাকা পাননি। এবারো কোনো খবর নেই। এমনো বলছেন, তাদের পরিবর্তে অন্য কারো বিকাশ নম্বর দিয়ে টাকা তুলে নেয়া হয়েছে। আর এসব অভিযোগের একজনকে ঘিরে।
তিনি হলেন ক্লাব কর্তা তানভীর। এক সাথে চারটি ক্লাবের অঘোষিত মালিক। তার দু’টি করে ক্লাব রয়েছে প্রথম ও তৃতীয় বিভাগে। শুধু তাই নয়, দেখাশোনা করেন আরো কয়েকটি ক্লাবের। শত শত ক্রিকেটার যিনি দেখাশোনা করেন সেই তানভীর আহমেদ ক্রিকেটারদের টাকা না পাওয়ার ব্যাখ্যায় বলেন, ‘লাখ লাখ টাকা বিনিয়োগ করে ক্লাব চালাই। আর এখানে কয়েকটি টাকার দিকে কেন লোভ থাকবে। কেউ কেউ দোকানদার কিংবা আত্মীয়ের বিকাশ নাম্বার দেয়ায় টাকা মিসিং হতে পারে।’
প্রিমিয়ার ক্রিকেট যারা খেলেছেন তারা ১০ হাজার, প্রথম বিভাগ ১০ হাজার, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা ৮ হাজার টাকা করে পাবেন প্রত্যেকে। করোনায় ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ সেশনে খেলা হয়নি। শুধুমাত্র ২০১৮-২০১৯ সালে যারা খেলেছেন বা রেজিস্ট্রেশনকৃত তারা প্রত্যেকেই টাকা পাওয়ার কথা।
সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বলেছেন, ‘এই ঈদে বাড়তি সতর্ক হবে বোর্ড। প্রতিটা ক্রিকেটারদের নাম, ঠিকানা বিসিবির খাতায় আছে। তাহলে কিভাবে একজনের টাকা আরেকজনের কাছে যায়? ক্রিকেটারদের নাম, ঠিকানা সব ঠিক রেখে কিভাবে ক্লাব থেকে আরেকজনের বিকাশ নম্বর দেয়া হয়।’
বিসিবি এবারের ঈদে এক হাজার ৭২০ ক্রিকেটারের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সে টাকা ক্রিকেটারদের হাতে ঠিকমতো পৌঁছাবে তো? আশঙ্কা অনেকের ক্রিকেটারদের চাওয়া রক্ষক যেন ভক্ষকে পরিণত না হয়।

 


আরো সংবাদ



premium cement
ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায়

সকল