২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ডোমিঙ্গোর ঢাল হলেন সুজন

-

টানা ব্যর্থতায় মুষড়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল। গত উইন্ডিজ সিরিজ থেকে শুরু। এরপর নিউজিল্যান্ড সফর, শ্রীলঙ্কা সফরেও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। টেস্ট-ওয়ানডে কিংবা টি-২০, বাংলাদেশকে হতাশার জালে আটকে দিয়েছে সব ফরম্যাটই। যার ফলে খেলোয়াড় তো বটেই, অবধারিতভাবেই চাপটা আসছে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর ওপরও। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন অবশ্য ঢাল ধরলেন কোচের পক্ষেই। জানালেন, ব্যর্থতার দায় পুরোটা কোচের নয়।
বরখাস্তের গুঞ্জন নিয়ে সুজন বলেন, ‘আমার মনে হয় না, বোর্ড ডোমিঙ্গোকে বাদ দেয়ার কোনো চিন্তা করছে। আমরা চাইলেই যে কাউকে কোচের আসনে বসাতে পারি না। এখানে অনেক বিষয় বিবেচনার থাকে। আমাদের বোঝা উচিত, দলের সাফল্য কিংবা ব্যর্থতার জন্য কোচ একা দায়ী নন। কোচকে দোষারোপ না করে কিভাবে সাফল্য আনা যায়, সেটি ভাবা উচিত।’
দলের টালমাতাল পারফরম্যান্সের প্রশ্নের সম্মুখীন প্রধান কোচ ডোমিঙ্গোর দায়িত্ব। গুঞ্জন রয়েছে, আগামী সভায় কোচের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিবি। তবে দক্ষিণ আফ্রিকান গুরুকে দোষ দিতে নারাজ শ্রীলঙ্কা সফরের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। জানিয়েছেন, বোর্ডে ডোমিঙ্গোকে বরখাস্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি। সুজনের দাবি, চেষ্টার কমতি ছিল না কোচের। ভাগ্যের দোষে ফল আসেনি দলের, ‘রাসেল ডোমিঙ্গোকে বলির পাঠা বানানো উচিত হবে না। দলের জন্য তার চেষ্টার কমতি ছিল না।’
তিনি আরো বলেন, ‘আমি বলব, এটি তার দুর্ভাগ্য যে, অনেকবার হয়েছে। তবে এখনই কোনো কিছু বলার সময় আসেনি। আমি ওর সাথে একটা সিরিজে কাজ করলাম। নিজের মূল্যায়ন থেকে বলতে পারি, ও নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছে। প্রথমে আমাদের ক্রিকেটারদের পরিকল্পনা জানাই, সেটি আবার দ্বিতীয়বার ডোমিঙ্গোকে বোঝাতে হয়। সেটি বুঝে তার কাজ করতে হয়। ডোমিঙ্গো তো আর দক্ষিণ আফ্রিকায় কাজ করছে না, বাংলাদেশে কাজের ধরন বেশ আলাদা। এটা সবাইকে বুঝতে হবে।’ আগামী ২৩ মে এই শ্রীলঙ্কার বিপক্ষেই দেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। ডোমিঙ্গোর চুক্তি ওই পর্যন্তই।


আরো সংবাদ



premium cement