১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

১৬ মে আসছে শ্রীলঙ্কা

-

গত দুই দিন আগে শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কয়েক দিন পর আবারো একই দলের মুখোমুখি হতে যাচ্ছে তামিম ইকবালরা। আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ম্যাচ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় সফরে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগের সূচিতে প্রথমটি হওয়ার কথা ছিল চট্টগ্রামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল সফরসূচির দিনক্ষণ জানিয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৬ মে ঢাকায় পৌঁছাবে দ্বীপরাষ্ট্রের দলটি। ঢাকায় এসে তিন দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। এরপর ১৯ মে থেকে অনুশীলন করতে পারবে। ১৯ ও ২০ মে মিরপুরের অ্যাকাডেমিতে দুই দিনের অনুশীলন শেষে বিকেএসপিতে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে লঙ্কানরা। শেরেবাংলায় দুই দলের আসল লড়াই হবে ২৩, ২৫ ও ২৮ মে।

 


আরো সংবাদ



premium cement