২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হারের যে কারণ বললেন ডোমিঙ্গো

-

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ হারের কারণ জানালেন বাংলাদেশ কোচ। গতকাল বিকেলে ঢাকায় ফেরার পর মিডিয়ার মুখোমুখি হয়ে রাসেল ডোমিঙ্গো মন্তব্য ‘সাকিব আল হাসানের অভাব দারুণভাবে অনুভব করেছেন। যে কারণে দ্বিতীয় টেস্টে এভাবে হারতে হয়েছিল দলকে।’
সফরে প্রথম টেস্টে ব্যাটসম্যানদের সাফল্যে টেস্ট ড্র করা গেলেও দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানেই হারতে হয়েছে বাংলাদেশকে। উইকেট না পাওয়া, দল নির্বাচনে ভুলের পুরো খেসারত দিতে হয়েছে ২০৯ রানের ব্যবধানে হেরে। দ্বিতীয় টেস্ট শুরুর আগে যেখানে দলীয় ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং দেশে বসে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছিলেন, বাংলাদেশের এখন ভালো খেলার দিকে মনোযোগ দেয়া উচিত। সেশন বাই সেশন ধরে খেললে শেষ পর্যন্ত যেতে পারবে মুমিনুলরা।
সেখানে কোচ বলেছিলেন ভিন্ন কথা, ‘ড্রয়ের চিন্তাই করা যাবে না। চিন্তা করতে হবে জয়ের।’ যে কারণে একাদশ সাজাতে গিয়ে ডোমিঙ্গো নিজের মতেরই প্রতিফলন ঘটিয়েছেন। দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে দল সাজিয়েছেন। অথচ, শ্রীলঙ্কা দল তৈরি করে পুরো স্পিন নির্ভর।
এরপরের ঘটনা সবার জানা। তবে ম্যাচ শেষে আর মিডিয়ার মুখোমুখি হননি প্রধান কোচ ডোমিঙ্গো। গতকাল জাতীয় দল ঢাকায় পৌঁছার পর কথা বলেছেন কোচ। ঢাকায় এসে স্বীকার করলেন, সাকিব আল হাসান দলে না থাকাতেই এই অবস্থা। ‘সাকিবের অভাবটা দারুণভাবে অনুভূত হয়েছে। তিনি একাই তিনজন। একজন ব্যাটসম্যান, একজন বোলার এবং একজন অলরাউন্ডার। তার অনুপস্থিতির কারণে যে অভাব তৈরি হয়েছিল, সে অভাবটা পূরণ হয়নি।’
দলের বাজে পারফরম্যান্স নিয়ে রাসেল ডোমিঙ্গোর মন্তব্য, ‘আমরা ভালো খেলতে পারিনি। সুতরাং, সমালোচনা হবেই। এটাও পার্ট অব গেম। এগুলো মেনে নিতেই হবে।’
তবে ওয়ানডে সিরিজে সাকিব মোস্তাফিজ ফিরলে দলের চেহারা অন্যরকম হবে বলে বিশ্বাস করেন তিনি, ‘হোমে সাকিব-মোস্তাফিজ এলে আমরা অবশ্যই ভালো দল হবো এবং আশা করি সাফল্য পাবো বা ভালো ক্রিকেট খেলবো। সাকিব দলের সঙ্গে যুক্ত হলে অনেক কিছু পরিবর্তন হবে।’


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল