২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ফের শীর্ষে রিয়াল মাদ্রিদ

-

আগের ম্যাচে গেটাফের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজের ছায়া হয়ে ছিলেন করিম বেনজেমা। দলও পায়নি কাক্সিক্ষত জয়। ড্র করেছে প্রতিপক্ষের সাথে। কিন্তু কাদিজের বিপক্ষে জ্বলে উঠে একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করলেন এই ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। নিজে করেছেন জোড়া গোল। বেনজেমার জোড়ায় রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে কাদিজকে। ফলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। অন্য ম্যাচে সেভিয়া ১-০ তে লেভেন্তেকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ৬৭।
ইংলিশ লিগে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। সিরি-আ’তে জুভেন্টাসও জয়ের ধারায় ফিরেছে। পার্মার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে তারা। স্পেৎসিয়ার বিপক্ষে অবশ্য ১-১ গোলে ড্র করে ইন্টার মিলান ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। শিরোপা আরো কাছে তারা। ৩২ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৬৫। পয়েন্ট তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। সাসুয়োলোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে এসি মিলান। ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দলটি আছে দুইয়ে।
সহজ জয়ে জিনেদিন জিদানের রিয়াল লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট তাদের সংগ্রহে। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্টও সমান। তবে এক ম্যাচ কম খেলেছে অ্যাতলেটিকো। আর লিওনেল মেসির বার্সেলোনা দুই ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে। সেভিয়া ৩২ ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। তারা ১-০ গোলে হারিয়েছে লেভেন্তেকে। ইংলিশ লিগে ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলা দুইদলের একজন করে লাল কার্ড পান।
এই জয়ে লিগ পুনরুদ্ধারের মিশনে ১১ পয়েন্ট এগিয়ে রইলো ম্যানচেস্টার সিটি। ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।


আরো সংবাদ



premium cement