২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রোজা রাখলেন ওয়ার্নার-উইলিয়ামসন

-

রমজানে সারা মাস ধরে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা। এর বাইরে নন ক্রিকেটাররাও। যেকোনো টুর্নামেন্টের মাঝেও রোজা রাখেন অনেক ক্রিকেটার। তবে মুসলিম ক্রিকেটারদের দেখাদেখি অন্য ধর্মালম্বীদের রোজা রাখার নজির নেই খুব একটা।
এবার চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে সেটিই করলেন সানরাইজার্স হায়দরাবাদের দুই ক্রিকেটার কেন উইলিয়ামসন এবং ডেভিড ওয়ার্নার। রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমানদের দেখাদেখি রোজা রেখেছেন দলের এ দুই বিশ্বতারকাও।
রোববার রাতে আফগান লেগস্পিনার রশিদ খানের আপলোডকৃত একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে এই খবর। যেখানে ইফতারের টেবিলে বসে ওয়ার্নার ও উইলিয়ামসনদের রোজা রাখার অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন ওয়ার্নার। বলেন, ‘খুব ভালো। তবে এখন খুব তৃষ্ণা পেয়েছে, অনেক ক্ষুধাও লেগেছে। আমার গলা একদম শুকিয়ে গেছে। কঠিন, সত্যিই অনেক কঠিন।’ উইলিয়ামসনের উত্তরÑ ‘আমারও খুব ভালো লাগছে।’ উল্লেখ্য, উইলিয়ামসনের স্ত্রী সারাহ রহিম একজন মুসলিম। তাই ইসলামের এসব ধর্মীয় বিষয় সম্পর্কে আগে থেকেই ধারণা রয়েছে তার। পরে ভিডিওর শেষে রশিদ খান বলেন, ‘এ দুই কিংবদন্তি আজকে রোজা ছিলেন। ইফতারের টেবিলে তাদেরকে দেখে সত্যিই ভালো লাগছে।’

 


আরো সংবাদ



premium cement

সকল