১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ব্যাটিংয়ে খুশি নান্নু

-

মূল সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ। সেটাও আবার নিজেদের মধ্যে ভাগ হয়ে। করোনার কারণে শ্রীলঙ্কার কোনো স্থানীয় দলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যায়নি। তাই টাইগাররাই নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে প্রস্তুতি নিচ্ছে। কাটুনায়াকের চিলাও মারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে দুই দিনের এই প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা বেশ করে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। রান পেয়েছেন টপঅর্ডারের সবাই। যা দেখে ভীষণ খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
টপঅর্ডারের ব্যাটিং দেখে তৃপ্ত নান্নু বলেন, ‘উইকেটের যে কন্ডিশন ছিল, প্রথম ঘণ্টায় ব্যাটিং করা কঠিন ছিল। আমাদের ওপেনার তামিম, সাইফ দারুণ ব্যাটিং করেছে। শান্ত, মুশফিকও দুর্দান্ত ব্যাটিং করেছে। বোলাররাও নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে অভ্যস্ত হওয়ার জন্য। জানান, আমার বিশ্বাস এই প্র্যাকটিস ম্যাচ থেকে আমরা যথেষ্ট ভালো কিছু ফিডব্যাক পেয়েছি। আগামী দিন খেলা শেষ হওয়ার পর টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারব।’
উইকেট পেতে বোলারদের ঘাম ঝরেছে, এটা কি নেতিবাচক দিক? নান্নু তেমনটা মনে করেন না। তার পর্যবেক্ষণ, ‘প্র্যাকটিস ম্যাচে বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে। উইকেট অনেকটা ফ্ল্যাট ট্র্যাকের মত। হয়তো টেস্টেও এ রকম কন্ডিশন হতে পারে, এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। তার আশাবাদ, আগামীকাল (আজ) আরো একটা দিন বাকি আছে, ম্যাচ প্র্যাকটিসে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস যে, আমাদের বোলাররা খুব তাড়াতাড়ি অভ্যস্ত হতে পারবে, টেস্ট ক্রিকেটের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট কাজে লাগবে।’

 


আরো সংবাদ



premium cement