২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সেমিতে ম্যানইউ-আর্সেনাল

-

বড় কোনো অঘটন ছাড়াই শেষ হলো উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই। সেমিফাইনালে কোন চার দল একে-অপরের মুখোমুখি হবে সেটা নিশ্চিত হয়েছে গতকাল। ইউরোপা লিগের কোয়ার্টারের প্রথম লেগে এগিয়ে ছিল যারা তারাই শেষ পর্যন্ত সেমিতে উঠেছে। কোয়ার্টারের দ্বিতীয় লেগে সবচেয়ে বড় জয় পেয়েছে আর্সেনাল। স্লাভিয়া প্রাগকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে সেমি নিশ্চিত করেছে আর্সেনাল। গ্রানাডার বিপক্ষে দ্বিতীয় লেগে ২-০ তে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগেও একই ব্যবধানে জয় পাওয়া ইউনাইটেড দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে সেমিতে তারা।
ডায়নামো কিয়েভকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল তারা। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানের জয়ে সেমি স্পেনের ক্লাবটি। অপর ম্যাচে আয়াক্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও সেমিতে উঠেছে রোমা। কারণ প্রথম লেগের লড়াইয়ে ২-১ ব্যবধানে জিতেছিল ইতালির ক্লাবটি।
ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্টটির সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে রোমা এবং আর্সেনালের মুখোমুখি হবে ভিয়ারিয়াল। সেমির প্রথম লেগ মাঠে গড়াবে এপ্রিলের ২৯ তারিখে।


আরো সংবাদ



premium cement