১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

নেপালকে ভেনু করেছে আবাহনী

-

এক অর্থে আবাহনীর মনের আশাই পূরণ হলো। শেষ পর্যন্ত ১৪ এপ্রিল ঢাকা আবাহনী ও মালদ্বীপের ঈগলস ক্লাবের খেলা ঢাকায় হচ্ছে না। দেশে করোনার ব্যাপকতার জন্য ১৪ এপ্রিল থেকে শুরু হবে কঠোর লকডাউন। তাই আবাহনী ১৪ তারিখের ম্যাচ পেছাতে আবেদন করে এএফসিতে। এএফসি ম্যাচ পেছানোর আবেদন গ্রহণ করে এই ম্যাচ নিরপেক্ষ ভেনুতে বা মালদ্বীপে গিয়ে খেলার প্রস্তাব করে। আবাহনী এখন নিরপেক্ষ ভেনু হিসেবে নেপালের মাঠকেই বেছে নিয়ে এ প্রস্তাব পাঠিয়েছে এএফসিতে। এখন এএফসির সম্মতির অপেক্ষা। ২১ এপ্রিল হবে খেলা। তবে ১৪ এপ্রিল প্রিলিমিনারি রাউন্ডে ভারতের ব্যাঙ্গালুরু এফসি ও নেপালের ত্রিভূবন আর্মির মধ্যকার ম্যাচ ১৪ এপ্রিলই হবে। ওই ম্যাচের জয়ী দলের সাথে আবাহনী ও ঈগলসের মধ্যকার জয়ী দলের খেলা পিছিয়েছে। ২১ এপ্রিলের বদলে এখন তা ২৮ এপ্রিল শুরু হবে। জানান আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।


আরো সংবাদ



premium cement